বৃহস্পতিবার । ডিসেম্বর ১৮, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজনীতি ২৯ অগাস্ট ২০২৫, ১০:২৪ অপরাহ্ন
শেয়ার

জি এম কাদেরকে গ্রেপ্তার না করলে সচিবালয় ঘেরাওয়ের হুমকি নুরের


Nurul haque

ফাইল ছবি


জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরকে গ্রেপ্তার না করা হলে সচিবালয় ঘেরাও কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। শুক্রবার (২৯ আগস্ট) রাতে নিজের ফেসবুক পোস্টে তিনি এ সতর্কবার্তা দেন।

এর আগে সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাপা ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। সন্ধ্যা সোয়া ৬টার দিকে সংঘর্ষে দুই পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ হয়। এতে পুরো এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে।

ঘটনার পরপরই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুলসংখ্যক সদস্য—সেনাবাহিনী, পুলিশ ও আনসার—ঘটনাস্থলে মোতায়েন করা হয়। রমনা থানার পরিদর্শক (অপারেশন) আতিকুল আলম খন্দকার বলেন, “সন্ধ্যা সোয়া ৬টার দিকে সংঘর্ষ শুরু হয়। আমরা ঘটনাস্থলে অবস্থান করছি, বিস্তারিত পরে জানানো হবে।”

রাত ৮টার পর ফের জাপা কার্যালয়ের সামনে অবস্থান নেয় গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা। এতে আবারও উত্তেজনা বাড়ে এলাকায়।