বৃহস্পতিবার । ডিসেম্বর ১৮, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজনীতি ৩১ অগাস্ট ২০২৫, ৯:০৭ অপরাহ্ন
শেয়ার

জাপার কার্যক্রম স্থগিতে সরকারের প্রতি আহ্বান এনসিপির


NCP
জাতীয় পার্টির সাংগঠনিক কার্যক্রম স্থগিতে সরকারের হস্তক্ষেপ চেয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ফ্যাসিস্ট আওয়ামী লীগ আমলে একের পর এক অবৈধ নির্বাচনে অংশ নিয়ে সেগুলোকে বৈধতা দেওয়ার অভিযোগে এবং নিষিদ্ধ কার্যক্রম চালানোর কারণে জাপার বিরুদ্ধে এ দাবি জানায় দলটি।

রোববার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে এনসিপির চার সদস্যের প্রতিনিধিদলের বৈঠক শেষে এ বিষয়ে গণমাধ্যমকে অবহিত করেন দলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব।

বৈঠকে এনসিপি গুম কমিশনের প্রতিবেদন দ্রুত বাস্তবায়ন করার আহ্বান জানায়। আদীব বলেন, “গত ১৫ বছরে যে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, গুম-খুন ঘটেছে, তার সঙ্গে রাষ্ট্রীয় সংস্থার সংশ্লিষ্টতা প্রতিবেদনে স্পষ্টভাবে উল্লেখ আছে। আমরা সরকারের কাছে দাবি করেছি, অভিযুক্ত সদস্যদের বিরুদ্ধে সুস্পষ্ট পদক্ষেপ নিতে হবে।”

এনসিপি আরও দাবি করে, জুলাই সনদের আইনি ও সাংবিধানিক ভিত্তি দিতে হলে আগামী নির্বাচন গণপরিষদ আকারে অনুষ্ঠিত হওয়া প্রয়োজন। আদীব বলেন, “৫৪ বছরের রাজনৈতিক সংকট ও ব্যক্তিকেন্দ্রিক স্বৈরতান্ত্রিক কাঠামোর স্থায়ী সমাধানের জন্য গণপরিষদ নির্বাচন জরুরি। এর মাধ্যমেই নতুন সংবিধান প্রণয়ন করতে হবে।”