গণফোরামের ইমেরিটাস সভাপতি ড. কামাল হোসেনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বার্ধক্যজনিত অসুস্থতা ছাড়াও শারীরিক কিছু সমস্যা নিয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেলে গণফোরামের প্রচার ও প্রকাশনা সম্পাদক মুহাম্মদ উল্লাহ মধু গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গত রবিবার ড. কামাল হোসেনকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার শারীরিক অবস্থা আগের চেয়ে অনেকটা ভালো। তার শরীরে একটি অস্ত্রোপচারও করা হয়েছে। দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি।
গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী ও সাধারণ সম্পাদক ডা. মিজানুর রহমান তার শরীরের খোঁজ রাখছেন বলেও জানান মুহাম্মদ উল্লাহ মধু।
বাংলাদেশের প্রথম সংবিধান প্রণয়ন কমিটির সভাপতি ড. কামাল হোসেন পাঁচ দশকের রাজনৈতিক জীবনের অবসানের ঘোষণা দেন দু্ই বছর আগে, ২০২৩ সালের ২৭ অক্টোবর।
আওয়ামী লীগের হাত ধরে শুরু হওয়া ঘটনাবহুল রাজনৈতিক জীবনের শেষ তিনটি দশক তিনি ছিলেন ক্রমাগত ক্ষয়িষ্ণু গণফোরামের নেতৃত্বে। সেই দলটিকেও এক রাখতে না পারার এক বছর পর থামার ঘোষণা দেন।






































