কার্যক্রম নিষিদ্ধ হওয়া দল আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে জয় পেয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেল ৩টায় চট্টগ্রাম নগরের দি কিং অব চিটাগাংয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী ও সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা মরহুম আবদুল্লাহ আল নোমানের শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।
মির্জা আব্বাস বলেন, “আমি বলতে পারি না ঢাকা বিশ্ববিদ্যালয়ে জামায়াতে ইসলামীর এত ভোট কোথা থেকে এলো। আমার তো হিসাব মেলে না ভাই। এটাকে কারচুপি না, বরং দেশে গভীর ষড়যন্ত্রের আভাস হিসেবে দেখছি।”
তিনি দাবি করেন, আওয়ামী লীগের সঙ্গে আঁতাতের কারণেই শিবির ভোটে সুবিধা পেয়েছে। বিএনপির এই নেতা আরও বলেন, “ডাকসু নির্বাচন থেকে আমাদের শিক্ষা নিতে হবে। এটি ২০০৮ সালের মতোই হলো, যেখানে ছাত্রলীগের কর্মীরা প্রভাব বিস্তার করেছিল। ফলস্বরূপ জামায়াতের শীর্ষ নেতাদের ফাঁসি হয়েছে, আর বিএনপির নেতাদেরও হারাতে হয়েছে।”
মরহুম আবদুল্লাহ আল নোমানের স্মৃতিচারণ করে মির্জা আব্বাস বলেন, নোমান ছিলেন একজন যোগ্য সহকর্মী ও নিবেদিতপ্রাণ নেতা। তার সঙ্গে কারাগারে থাকা, আন্দোলন, রাজপথের সংগ্রামের স্মৃতি উল্লেখ করে তিনি বলেন, “নোমান ভাইয়ের মতো সহকর্মী পাওয়া রাজনীতিতে অত্যন্ত দুষ্কর।”
তিনি আরও অভিযোগ করেন, দেশে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। তার দাবি, “বাংলাদেশে বিএনপিই একমাত্র দল, যাদের হাতে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিরাপদ।”
শোকসভায় সভাপতিত্ব করেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য গোলাম আকবর খোন্দকার। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা।






































