
ফাইল ছবি
ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরায়েলের বসতি সম্প্রসারণ পরিকল্পনার তীব্র সমালোচনা করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, এই পরিকল্পনা ভবিষ্যতে একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের পথ কার্যত রুদ্ধ করে দেবে। একইসঙ্গে তিনি একে ‘হৃদয়বিদারক’ বলে উল্লেখ করেন।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তারেক রহমান লিখেছেন, “বাংলাদেশিরা বরাবরই ফিলিস্তিনি ভাই-বোনদের পাশে থেকেছে। দমন-পীড়ন, সহিংসতা ও নিশ্চিহ্ন করার ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা সবসময় সংহতি প্রকাশ করেছি এবং গর্বের সঙ্গে তা অব্যাহত রেখেছি।”
তিনি আরও বলেন, “দখলকৃত পশ্চিম তীরে বসতি সম্প্রসারণের খবর ভয়াবহ। এটি শুধু ফিলিস্তিনি রাষ্ট্র গঠনকে অসম্ভব করে তুলবে না, বরং নেতানিয়াহুর নেতৃত্বে ফিলিস্তিনিদের জমি, সংস্কৃতি ও ইতিহাস ধ্বংসের চেষ্টার অংশ। চলমান নির্যাতন কার্যত পরিকল্পিত জাতিগত নিধন ও গণহত্যার শামিল, যা অত্যন্ত জঘন্য।”
বাংলাদেশিদের নিরাপত্তার বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন তারেক রহমান। তিনি বলেন, “মধ্যপ্রাচ্য ও উপসাগরীয় অঞ্চলে বহু বাংলাদেশি বসবাস ও কাজ করেন। ইসরায়েলি সরকারের নীতির কারণে পুরো অঞ্চল আজ গভীর অস্থিরতার দিকে ঠেলে দেওয়া হচ্ছে। এতে প্রবাসী বাংলাদেশি ও তাদের পরিবারের নিরাপত্তা হুমকির মুখে পড়ছে।”
ইসরায়েলের পরিকল্পনার নিন্দা জানিয়ে তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান, “এখন সময় এসেছে বিশ্ব সম্প্রদায় আন্তর্জাতিক বিচার আদালতকে জানাক যে গাজায় ইসরায়েলি সরকার গণহত্যা চালাচ্ছে। আর দেরি করা যাবে না।”






































