বৃহস্পতিবার । ডিসেম্বর ১৮, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজনীতি ১৩ সেপ্টেম্বর ২০২৫, ৯:১২ পূর্বাহ্ন
শেয়ার

লন্ডনে উপদেষ্টা মাহফুজ আলমের ওপর আ’লীগ নেতাকর্মীদের হামলার চেষ্টা


লন্ডনে উপদেষ্টা মাহফুজ আলমকে বহনকারী গাড়ি মনে করে বাংলাদেশ হাইকমিশনের এই গাড়িতে ডিম নিক্ষেপ করেন আওয়ামী লীগের নেতা–কর্মীরা

লন্ডনের সোয়াস বিশ্ববিদ্যালয়ে আয়োজিত একটি সেমিনার থেকে বের হওয়ার সময় তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের ওপর হামলার চেষ্টা চালিয়েছেন স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। উপদেষ্টার গাড়ি ভেবে তারা একাধিক গাড়িতে ডিম নিক্ষেপ করেন।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকালে লন্ডনের সোয়াস ইউনিভার্সিটির খালিলি লেকচার থিয়েটার হলে উপদেষ্টা মাহফুজ আলমের উদ্যোগে ‘জুলাই আপ্রাইজিং কনভারসেশন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। স্থানীয় সময় বিকেল ৪টায় শুরু হওয়া এই অনুষ্ঠানে যোগ দেন তিনি। এ সময় বাইরে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিক্ষোভে অংশ নেন।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুরোধে বাড়তি পুলিশি নিরাপত্তা থাকায় মাহফুজ আলম ও বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তারা নির্বিঘ্নে অনুষ্ঠানে প্রবেশ করেন। তবে তারা ভেতরে ঢোকার পর পার্কিংয়ে থাকা গাড়িগুলোর ওপর ডিম ছুড়ে মারেন বিক্ষোভকারীরা।

সন্ধ্যা ৭টার দিকে ক্যাম্পাসের পেছনের রাস্তা দিয়ে হাইকমিশনের গাড়ি বের হলে আবারও ডিম নিক্ষেপ করা হয়। এ সময় কয়েকজন বিক্ষোভকারী গাড়ির সামনে শুয়ে পড়ার চেষ্টা করেন, তবে পুলিশের হস্তক্ষেপে তা ব্যর্থ হয়।

হাইকমিশনের পক্ষ থেকে জানানো হয়, যে গাড়িতে ডিম নিক্ষেপ করা হয়েছিল সেখানে মাহফুজ আলম ছিলেন না। তিনি বিকল্প রাস্তা দিয়ে ক্যাম্পাস ত্যাগ করেন।