বৃহস্পতিবার । ডিসেম্বর ১৮, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজনীতি ১৭ সেপ্টেম্বর ২০২৫, ৭:৪৩ অপরাহ্ন
শেয়ার

দুর্গাপূজা ঘিরে অপচেষ্টার বিরুদ্ধে সতর্ক থাকর আহ্বান তারেক রহমানের


Tareque Rahman

ফাইল ছবি

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের আন্তরিক শুভকামনা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একই সঙ্গে উৎসবের সময় যেকোনো ষড়যন্ত্র ও অপচেষ্টার বিরুদ্ধে সর্বোচ্চ সতর্কতা ও প্রতিরোধের প্রস্তুতি নিতে আহ্বান জানিয়েছেন তিনি।

বুধবার (১৭ সেপ্টেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিবৃতিতে তারেক রহমান এ শুভেচ্ছা বার্তা দেন।

তিনি বলেন, “সনাতন ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় অনুষ্ঠান দুর্গাপূজা সমাগত। এ উপলক্ষে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাই। বাংলাদেশের শারদীয় দুর্গোৎসব সবসময় ধর্মীয় সম্প্রীতির অনুপম দৃষ্টান্ত হয়ে আছে, যা ঐতিহ্যগতভাবে সুপ্রতিষ্ঠিত।”

তারেক রহমান অভিযোগ করে বলেন, অতীতে পলাতক স্বৈরশাসনের সুবিধাভোগীরা বারবার রাজনৈতিক উদ্দেশ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের অপচেষ্টা চালিয়েছে। তিনি সতর্ক করে দিয়ে বলেন, “স্বৈরাচারের পতন হলেও তাদের ষড়যন্ত্র বন্ধ হয়নি। এবারের দুর্গাপূজার সময়ও এমন যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে আমাদের সর্বোচ্চ প্রস্তুত থাকতে হবে।”

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও বলেন, দেশের প্রতিটি নাগরিকের ধর্মীয় অধিকারের প্রতি বিএনপি শ্রদ্ধাশীল এবং ধর্মীয় সম্প্রীতি রক্ষায় তারা অঙ্গীকারবদ্ধ। তিনি বিএনপি ও সহযোগী সংগঠনগুলোকে সমন্বয়ের মাধ্যমে দুর্গাপূজা নির্বিঘ্নে সম্পন্ন করতে সর্বোচ্চ সহযোগিতা প্রদানের নির্দেশ দেন।