বৃহস্পতিবার । ডিসেম্বর ১৮, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজনীতি ১৮ সেপ্টেম্বর ২০২৫, ৭:০৮ অপরাহ্ন
শেয়ার

সরকার চাপের মুখে পড়ে সমাধানের পরিবর্তে কৌশলী টালবাহানায় নেমেছে: গোলাম পরওয়ার


Golam Porwar

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেছেন, সরকার চাপের মুখে পড়ে সঠিক সমাধানের পরিবর্তে কৌশলী টালবাহানায় নেমেছে। তার ভাষায়, আলোচনা থেকে ইতিবাচক কিছু আসবে—এমন কোনো ইঙ্গিত আমরা পাচ্ছি না বলেই আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এ বক্তব্য দেন। সমাবেশের আয়োজন করে জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা।

সমাবেশে গোলাম পরওয়ার বলেন, দেশে যারা কর্তৃত্ববাদী শাসন টিকিয়ে রাখতে চায়, তারাই সংখ্যানুপাতিক ভোটব্যবস্থার বিরোধিতা করছে। অথচ রাষ্ট্র কাঠামো সংস্কার নিয়ে দীর্ঘ আলোচনা হলেও একটি পক্ষ বারবার বিষয়গুলোকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে। “সবকিছু যদি পরে করার কথা হয়, তবে এত আলোচনা করার অর্থ কী?”—প্রশ্ন রাখেন তিনি।

জামায়াতের নেতারা এ সময় প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) ইস্যুতে গণভোট আয়োজনের দাবি জানান। তাদের মতে, নিরপেক্ষ নির্বাচন নিশ্চিতে জুলাই সনদের আইনি বৈধতা ভোটের আগেই দিতে হবে।

সমাবেশ থেকে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন দলের নেতারা এবং বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠায় তারা আপস করবেন না।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল করে জামায়াতে ইসলামী।