বৃহস্পতিবার । ডিসেম্বর ১৮, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজনীতি ২০ সেপ্টেম্বর ২০২৫, ৪:২৭ অপরাহ্ন
শেয়ার

বিএনপি উড়ে এসে জুড়ে বসা দলা না: মির্জা ফখরুল


 

Mirza Fokhrul Alamgir

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি হঠাৎ করে সৃষ্টি হয়নি; দীর্ঘ লড়াই-সংগ্রামের মধ্য দিয়েই বর্তমান অবস্থানে এসেছে।

শনিবার কিশোরগঞ্জ জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি জানান, নির্বাচনের মাধ্যমে রাষ্ট্র পরিচালনার যে সুযোগ তৈরি হয়েছে তা কাজে লাগাতে বিএনপি প্রস্তুত। ষড়যন্ত্র ও নির্যাতনের মুখেও দলটি টিকে আছে বলে উল্লেখ করেন ফখরুল। এসময় তিনি বলেন, যারা বিএনপি’র বিরুদ্ধে ষড়যন্ত্র করবে তারাই হারিয়ে যাবে।

মুক্তিযুদ্ধে ভিন্ন অবস্থানে থাকা এবং নতুন প্রজন্মের কেউ কেউ বিএনপি নিয়ে মন্তব্য করছে উল্লেখ করে তিনি বলেন, যাদের কাল জন্ম হয়েছে এবং যারা মুক্তিযুদ্ধের সময় ভিন্ন অবস্থানে ছিলো, তারাও বিএনপিকে নানা কথা বলে। কিন্তু বাস্তবতা হচ্ছে নানা নির্যাতন নিপীড়ন করেও বিএনপিকে বিলীন করা যায়নি। ভবিষ্যতেও কেউ পারবে না।