বৃহস্পতিবার । ডিসেম্বর ১৮, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক আন্তর্জাতিক ২২ সেপ্টেম্বর ২০২৫, ৫:৪২ অপরাহ্ন
শেয়ার

এবার ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিচ্ছে ফ্রান্স


Emanuel Macron

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনকে সামনে রেখে ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে ফ্রান্স। চলতি সপ্তাহে নিউইয়র্কে শুরু হওয়া অধিবেশনেই এ ঘোষণা আসবে বলে জানা গেছে।

এর আগে রোববার যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া ও পর্তুগাল ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে। ইউরোপের আরেক দেশ মাল্টাও ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে, যার আনুষ্ঠানিকতা হবে জাতিসংঘ অধিবেশনে।

ফ্রান্সের এ সিদ্ধান্তের মধ্য দিয়ে ইউরোপের আরও কয়েকটি দেশ একই পথে হাঁটার প্রস্তুতি নিচ্ছে। আন্তর্জাতিক মহল মনে করছে, এর ফলে দুই রাষ্ট্র সমাধানের দাবিতে ইসরায়েলের ওপর নতুন করে চাপ সৃষ্টি হলো।

এমন সময়ে এ ঘোষণা এলো, যখন আন্তর্জাতিক সমালোচনা উপেক্ষা করে ইসরায়েল গাজা শহরে স্থল অভিযান চালিয়ে যাচ্ছে ।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইসরায়েলের সর্বশেষ আক্রমন শুরু হওয়ার পর থেকে ৬৫ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে। আন্তর্জাতিক গবেষক ও মানবাধিকার সংগঠনগুলো একে গণহত্যা হিসেবে অভিহিত করছে।

বিশ্লেষকদের মতে, ফ্রান্সসহ পশ্চিমা মিত্রদের এই সমন্বিত পদক্ষেপ ইসরায়েল-ফিলিস্তিন ইস্যুতে বৈশ্বিক কূটনীতিতে এক ঐতিহাসিক মোড় ঘুরিয়ে দেবে এবং বহুদিনের অচলাবস্থায় থাকা শান্তি প্রচেষ্টাকে নতুন করে এগিয়ে নিতে সহায়তা করতে পারে।