বৃহস্পতিবার । ডিসেম্বর ১৮, ২০২৫
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ৩ অক্টোবর ২০২৫, ১১:২০ পূর্বাহ্ন
শেয়ার

গাজায় ইসরায়েলের নৃশংসতা অব্যাহত, একদিনে ঝরল ৫৩ প্রাণ


gaza

ফাইল ছবি

গাজাজুড়ে ইসরায়েলের নতুন করে বিমান হামলা ও গোলাগুলিতে একদিনে অন্তত ৫৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২ অক্টোবর) এসব হামলার ঘটনা ঘটে। খবর দ্য গার্ডিয়ানের।

খবরে বলা হয়, বৃহস্পতিবার ইসরায়েলি বাহিনী একযোগে গাজার বিভিন্ন এলাকায় হামলা চালায়। দক্ষিণাঞ্চলের আল-মাসাউই এলাকায় একটি খাবারের দোকানে হামলায় প্রাণ হারান অন্তত ৯ জন। নিহতদের মধ্যে ছিলেন এক দাদা, তাঁর চার ছেলে এবং এক নাতি। অথচ এই এলাকাটিকে আগে ‘নিরাপদ অঞ্চল’ ঘোষণা করা হয়েছিল।

এছাড়া, কেন্দ্রীয় গাজার আল-বুরেইজ শরণার্থী শিবিরে জ্বালানি কাঠ সংগ্রহ করতে গিয়ে একই পরিবারের চার ভাইবোন নিহত হয়। দেইর আল-বালাহ শহরে একটি বাড়িতে হামলায় প্রাণ হারান আরও ৯ জন, যাদের বেশিরভাগই নারী বলে স্থানীয় চিকিৎসা কর্তৃপক্ষ জানিয়েছে।

এদিকে ইসরায়েলি সেনারা গাজা সিটিতে সামরিক অভিযান আরও জোরদার করেছে। বুধবার শহর ছেড়ে যাওয়ার জন্য সর্বশেষ সতর্কতা জারি করা হয়। পাশাপাশি দক্ষিণে অবস্থানকারীদের জন্য উত্তর গাজার প্রবেশপথও বন্ধ করে দিয়েছে সেনারা।

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন, তাদের বাহিনী গাজা সিটিকে ঘিরে ফেলার খুব কাছাকাছি রয়েছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, শহরে যারা থেকে যাবে, তাদের সবাইকে ‘সন্ত্রাসী বা সন্ত্রাসের সমর্থক’ হিসেবে ধরা হবে।

গাজা স্বাস্থ্য কর্তৃপক্ষের হিসাবে, চলমান হামলায় এখন পর্যন্ত প্রায় ৬৬ হাজার ২০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় ১ লাখ ৭০ হাজার মানুষ।