
ফাইল ছবি
জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচন আসলে “প্রহসন” ছাড়া কিছু নয়। তার দাবি, এবার নির্বাচন হচ্ছে সরকারি দল ও আধা-সরকারি দলের মধ্যে, প্রকৃত অর্থে প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন নয়।
শনিবার (৪ অক্টোবর) ঢাকায় জাতীয় মহিলা পার্টি আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব মন্তব্য করেন।
জিএম কাদের বলেন, যে নির্বাচন নিয়ে এত আলোচনা হচ্ছে, আমরা মনে করি এটি সঠিক অর্থে নির্বাচন নয়। এটি নির্বাচনের নামে একটি প্রহসন মাত্র। অতীতে শেখ হাসিনা সরকারের অধীনে যে ভোট হয়েছিল, সেটিতে আওয়ামী লীগ নিজেদের দলের ভেতরেই প্রতিদ্বন্দ্বিতা সাজিয়ে নিয়েছিল। কিছু ক্ষেত্রে আমাদেরও জোরপূর্বক অন্তর্ভুক্ত করা হয়েছিল। এবারও একই ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে। সরকারি দল এবং আধা-সরকারি দল—এই দুটোর মধ্যেই প্রতিযোগিতা সীমাবদ্ধ থাকছে।
তিনি আরও বলেন, একটি গ্রহণযোগ্য নির্বাচনের জন্য নিরপেক্ষ সরকারের অধীনে প্রতিদ্বন্দ্বিতা প্রয়োজন। সেখানে একপাশে থাকবে ক্ষমতাসীন দল, অপরপাশে থাকবে প্রকৃত বিরোধী শক্তি। কিন্তু ফেব্রুয়ারির নির্বাচনে সেটির কোনো অস্তিত্ব নেই বলেই মন্তব্য করেন তিনি।







































