মঙ্গলবার । ডিসেম্বর ১৬, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক প্রবাস ১০ অক্টোবর ২০২৫, ১০:৪৮ অপরাহ্ন
শেয়ার

ওমানে নিহত ৮ বাংলাদেশির মরদেহ দেশে আসছে চলতি সপ্তাহেই


oman-bangladeshi

ছবি: সংগৃহীত

ওমানের দুকুম সিদরা এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত আট বাংলাদেশির মরদেহ চলতি সপ্তাহের মধ্যেই দেশে আনার প্রস্তুতি চলছে। দেশটির বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সিলর মো. রাফিউল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

শুক্রবার (১০ অক্টোবর) সন্ধ্যায় তিনি জানান, বাংলাদেশ বিমানের সঙ্গে কথা বলে কার্গো প্রস্তুত রাখা হয়েছে। আমাদের পক্ষ থেকে প্রয়োজনীয় প্রক্রিয়াও সম্পন্ন করা হয়েছে, যেন দ্রুততার সঙ্গে মরদেহগুলো দেশে পাঠানো যায়।

এর আগে বুধবার (৮ অক্টোবর) বিকেল ৪টার দিকে দুকুম সিদরা এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আট বাংলাদেশি প্রাণ হারান। তারা সবাই মাছ ধরার কাজের সঙ্গে যুক্ত ছিলেন। মাছ ধরার জন্য সাগরের উদ্দেশ্যে রওনা হয়ে দুর্ঘটনার শিকার হন তারা।

নিহতদের সবাই চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার বাসিন্দা। তাঁদের মধ্যে পাঁচজন সারিকাইত ইউনিয়নের— আমিন মাঝি, মো. আরজু, মো. রকি, সাহাব উদ্দিন ও মো. বাবলু। এছাড়া মাইটভাঙা ইউনিয়নের মো. জুয়েল ও রহমতপুর ইউনিয়নের মো. রনি এবং রাউজানের আলাউদ্দিন।।

শ্রম কাউন্সিলর রাফিউল ইসলাম জানান, বৃহস্পতিবার ওমান সরকার মরদেহগুলোর ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করে শনাক্ত করেছে। তিনি আশা প্রকাশ করেন, আগামী রোববার বা সোমবারের মধ্যে শনাক্তকরণ পত্র পাওয়া যাবে।

তিনি আরও বলেন, ওমান কর্তৃপক্ষের পক্ষ থেকে ক্ষতিপূরণ পেতে নিহতদের পরিবারের সহযোগিতা প্রয়োজন। প্রাথমিকভাবে প্রত্যেক পরিবার প্রায় ১৫ হাজার ওমানি রিয়েল ক্ষতিপূরণ পাবে, যা বাংলাদেশি টাকায় প্রায় ৪৮ লাখ।

তবে তিনি সতর্ক করে বলেন, অনেক সময় নিহতদের পরিবার বিষয়টি না বুঝে অন্য প্রবাসী বা তৃতীয় কোনো ব্যক্তিকে মামলার ক্ষমতা দেন। এতে ক্ষতিপূরণের টাকা তারা নিয়ে নেয়, কিন্তু পরিবারকে দেয় না। এমন ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে পরিবারগুলোকে সচেতন থাকার আহ্বান জানান শ্রম কাউন্সিলর।