মঙ্গলবার । ডিসেম্বর ১৬, ২০২৫
স্পোর্টস ডেস্ক খেলা ২৯ নভেম্বর ২০২৫, ৮:০৯ অপরাহ্ন
শেয়ার

দ্বিতীয় টি-টোয়েন্টি

বাংলাদেশকে ১৭১ রানের লক্ষ্য দিল আয়ারল্যান্ড


bangladesh

ছবি: সংগৃহীত

প্রথম ম্যাচে বড় হারের পর সিরিজ বাঁচাতে আয়ারল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের সামনে জয় ছাড়া অন্য কোনো পথ খোলা নেই। আর এই গুরুত্বপূর্ণ ম্যাচে স্বাগতিক বাংলাদেশকে জয়ের জন্য ১৭১ রানের বিশাল লক্ষ্যমাত্রা দিয়েছে সফরকারী আয়ারল্যান্ড।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দ্বিতীয় টি-টোয়েন্টির শুরুতেই বাংলাদেশি বোলারদের ওপর রীতিমতো চড়াও হয় আয়ারল্যান্ড। মাত্র ৪.৪ ওভারের মধ্যে তাদের ধ্বংসাত্মক ওপেনিং জুটি তোলে ৫৭ রান। একসময় ধারণা করা হচ্ছিল, আইরিশরা সহজেই ২০০ রানের গণ্ডি অতিক্রম করে যাবে।

তবে আইরিশদের সেই ব্যাটিং ঝড়ের মুখে যখন বাংলাদেশের বোলাররা অসহায়, তখন ত্রাতা হিসেবে আবির্ভূত হন তানজিম হাসান সাকিব। তার বলে বাউন্ডারি মারতে গিয়ে আকাশে ক্যাচ তুলে দেন আয়ারল্যান্ডের অধিনায়ক। প্যাভিলিয়নে ফেরার আগে তিনি ১৪ বলে তিনটি চার এবং দুটি ছক্কার সাহায্যে ২৯ রান সংগ্রহ করেন।

স্টার্লিং বিদায় নিলেও রানের গতি ধরে রাখেন টিম টেক্টর। নবম ওভারে দলীয় ৮৮ রানের মাথায় মেহেদী হাসানের শিকার হয়ে ২৫ বলে ৪ চার ও ২ ছক্কায় ৩৮ রান করা টিম প্যাভিলিয়নে ফেরেন। একই ওভারে হ্যারি টেক্টরও আউট হয়ে সাজঘরের পথ ধরলে ৮৯ রানে ৩ উইকেট হারিয়ে কিছুটা হলেও চাপে পড়ে আইরিশরা।

এরপর লোরকান টাকার এবং বেন কালিজ ইনিংসের হাল ধরার চেষ্টা চালান। কিন্তু দলীয় ১০৩ রানে বেন কালিজ আউট হলে বড় সংগ্রহের দিকে এগিয়ে যাওয়ার সেই আশা প্রায় শেষ হয়ে যায় সফরকারীদের জন্য।

তবে দ্রুতই সেই চাপ সামলে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে তুলে নেন টাকার ও জর্জ ডকরেল। তাদের ৪৪ বলে গড়া ৫৬ রানের জুটির কল্যাণে আবারও ম্যাচে ফেরে আয়ারল্যান্ড। ডকরেল ১৮ রানে আউট হওয়ার পরও রানের চাকা সচল রাখেন টাকার। ইনিংশের শেষ বলে ৩২ বলে ৪১ রান করে রান আউট হন তিনি। ততক্ষণে নির্ধারিত ২০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে আয়ারল্যান্ড ১৭০ রান তুলে ফেলেছে।

বাংলাদেশের হয়ে মেহেদী হাসান সর্বোচ্চ ৩টি উইকেট শিকার করেছেন। তানজিম সাকিব ও সাইফুদ্দিন নেন একটি করে উইকেট।