শুক্রবার । ডিসেম্বর ১২, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক খেলা ১২ ডিসেম্বর ২০২৫, ৭:৪১ অপরাহ্ন
শেয়ার

ব্যাটিং ব্যর্থতায় সিরিজ হারল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল


BD PAK

সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ যথাক্রমে ৩ ও ৭ উইকেটে জিতেছিল বাংলাদেশ

ব্যাটারদের ব্যর্থতায় পাকিস্তানের কাছে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে ৩-২ ব্যবধানে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

আজ শুক্রবার (১২ ডিসেম্বর) সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল ৬ উইকেটে হারিয়েছে বাংলাদেশকে। সিরিজের প্রথম ম্যাচ ১৩ রানে এবং চতুর্থ ম্যাচ ৬ উইকেটে জিতেছিল পাকিস্তান।

অন্যদিকে, সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ যথাক্রমে ৩ ও ৭ উইকেটে জিতেছিল বাংলাদেশ।

কক্সবাজার ক্রিকেট একাডেমি মাঠে সিরিজ নির্ধারণী ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে পাকিস্তানি বোলারদের তোপে ১৯ দশমিক ১ ওভারে ৮৪ রানে অলআউট হয় বাংলাদেশ। দলের পক্ষে মাত্র একজন ব্যাটার দুই অংকের কোটা স্পর্শ করতে সক্ষম হন।

মিডল অর্ডার ব্যাটার সাদিয়া আকতারের ব্যাট থেকে সর্বোচ্চ ২৭ রান আসে। অতিরিক্ত থেকে দ্বিতীয় সর্বোচ্চ ১৩ রান আসে। এছাড়া ৯ রান করে করেন সুমাইয়া আকতার ও হাবিবা ইসলাম।

পাকিস্তানের রোজিনা আকরাম ও বারিরা সাইফ ৩টি করে উইকেট নেন।

জবাবে ১৭ ওভারে ৪ উইকেটে ৮৫ রান তুলে ম্যাচ ও সিরিজ জয় নিশ্চিত করে পাকিস্তান। দলের পক্ষে কোমাল খান ২৫ ও আকসা হাবিব ২১ রান করেন।

বাংলাদেশের অতশি মজুমদার, ফারজানা ইয়াসমিন ও হাবিবা ১টি করে উইকেট নেন।

ম্যাচ সেরা হন পাকিস্তানের বারিরা সাইফ।