
ছবি: সংগৃহীত
আর মাত্র কয়েক দিন পরই প্রবাসে ফেরার কথা ছিল মোরশেদ আলম শিব্বিরের (৪৮)। কিন্তু ভাগ্য যেন নিষ্ঠুরভাবে তার জীবন থামিয়ে দিল অকালেই। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় বিজয় দিবসের দোয়া অনুষ্ঠানে হঠাৎ অসুস্থ হয়ে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মোরশেদ আলম শিব্বির নোয়াখালী চাটখিল উপজেলার বদলকোট ইউনিয়নের মুরাইম গ্রামের খামারবাড়ির আবদুল হকের সন্তান। তিনি সৌদি আরব থেকে দেশে ছুটিতে এসেছিলেন এবং আবার প্রবাসে ফিরে যাওয়ার পরিকল্পনা করছিলেন।
স্থানীয়রা জানান, অনুষ্ঠান চলাকালীন হঠাৎ অসুস্থ হয়ে পড়ার পর দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতিতে জেলা সদরের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অকালপ্রয়াত মোরশেদের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের সদস্যরা দুঃখে ভেঙে পড়েছেন। স্থানীয়রা জানাচ্ছেন, তিনি ছিলেন পরিশ্রমী, সৎ ও সহমর্মী মানুষ।
প্রবাসে জীবনের স্বপ্ন বুনে, প্রিয়জনদের জন্য কিছুটা স্বচ্ছলতা আনতে চেয়েছিলেন মোরশেদ আলম শিব্বির। কিন্তু সেই স্বপ্নের পথচলা শেষ হলো অকালেই—চিরবিদায় নিয়ে।







































