শুক্রবার । ডিসেম্বর ১৯, ২০২৫
স্টাফ করেসপন্ডেন্ট রাজধানী ১৯ ডিসেম্বর ২০২৫, ১২:২২ অপরাহ্ন
শেয়ার

প্রথম আলো ও ডেইলি স্টার প্রকাশিত হয়নি, বন্ধ অনলাইন সংস্করণও


P Alo Daily Star

হামলার পর প্রথম আলো ও ডেইলি স্টার ভবন

হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় দেশের শীর্ষস্থানীয় দুই দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টার–এর সব ধরনের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। ফলে আজ শুক্রবার পত্রিকা দুটি ছাপা আকারে প্রকাশিত হয়নি। একই সঙ্গে তাদের অনলাইন প্ল্যাটফর্মও কার্যত অচল হয়ে পড়েছে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) বেলা পৌনে এগারোটার দিকে প্রথম আলোর পক্ষ থেকে পাঠকদের জানানো হয়েছে, যতটা দ্রুত সম্ভব ক্ষতিগ্রস্ত কারিগরি ব্যবস্থা পুনরুদ্ধার করে প্রথম আলোর অনলাইন ও পত্রিকার প্রকাশ শুরু করা হবে।

ইংরেজি দৈনিক ডেইলি স্টারের পক্ষ থেকেও একই কথা জানানো হয়েছে।

এর আগে বৃহস্পতিবার রাত আনুমানিক ১২টার দিকে কয়েকশ’ বিক্ষোভকারী প্রথমে প্রথম আলো এবং পরে দ্য ডেইলি স্টারের কার্যালয়ে হামলা চালায়। এ সময় ব্যাপক ভাঙচুরের পাশাপাশি ভবনে অগ্নিসংযোগ করা হয়। পরে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার সময় ডেইলি স্টার ভবনের ভেতরে থাকা অনেক সংবাদকর্মী আতঙ্কে ছাদে আশ্রয় নেন। আগুনের ধোঁয়ায় বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়েন। রাত ১২টা ৩৫ মিনিটের দিকে সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা শুরু করে। ফায়ার সার্ভিসের কর্মীরা বৈদ্যুতিক মই দিয়ে ডেইলি স্টার ভবনেরছাদ থেকে অনেক সাংবাদিক ও কর্মীকে উদ্ধার করেন।