
এআই-এর এই জয়জয়কারের মধ্যে লুকিয়ে আছে নতুন কিছু চ্যালেঞ্জও
এক সময় বড় বড় কোম্পানির বিশাল টিম আর বিপুল বাজেটের ভিড়ে ক্ষুদ্র উদ্যোক্তারা প্রতিযোগিতায় পিছিয়ে থাকতেন। কিন্তু সেই ব্যবধান ঘুচিয়ে দিয়েছে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা। বর্তমানে অনেক নারী উদ্যোক্তা একা হাতেই এআই ব্যবহার করে এমন সব কাজ করছেন, যা আগে কয়েকজনের একটি দলের প্রয়োজন হতো। তবে এআই-এর এই জয়জয়কারের মধ্যে লুকিয়ে আছে নতুন কিছু চ্যালেঞ্জও।
মানুষ নাকি এআই মডেল: কোন পথে হাঁটবেন?
বর্তমান ব্যবসায়িক ধারায় অনেকেই পেশাদার ফটোগ্রাফার বা মডেল নিয়োগ না করে এআই মডেল ব্যবহার করছেন। এতে খরচ যেমন কমছে, তেমনি ঘরে বসেই পাওয়া যাচ্ছে আন্তর্জাতিক মানের সব ছবি ও বিজ্ঞাপন। তবে মুদ্রার উল্টো পিঠ হলো কৃত্রিমতার ভিড়ে কমে যাচ্ছে মানুষের স্পর্শ। একজন বাস্তব মানুষের যে গল্প বা আবেগ থাকে, তা কৃত্রিম ছবিতে ফুটে না ওঠায় গ্রাহকের সঙ্গে গভীর বিশ্বাস বা সম্পর্কের জায়গাটি দিন দিন দুর্বল হয়ে পড়ছে।
মার্কেটিং কি আসলেই সহজ হয়েছে?
অনেকেই মনে করেন এআই মার্কেটিংকে পানির মতো সহজ করে দিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন ভিন্ন কথা। এআই মার্কেটিংকে দ্রুত করেছে ঠিকই কিন্তু এর ফলে ইন্টারনেটে বেড়েছে তথ্য ও পোস্টের কোলাহল। সবাই একই ধরনের টুল ব্যবহার করায় একই ধাঁচের পোস্টের ভিড় বাড়ছে। ফলে হাজার হাজার পোস্টের মাঝে নিজের ব্র্যান্ডকে আলাদাভাবে চিনিয়ে তোলা এখন আগের চেয়েও বড় চ্যালেঞ্জ। দিনশেষে মার্কেটিং মানে কেবল সুন্দর ছবি নয় বরং মানুষের মনে জায়গা করে নেওয়া।
সিদ্ধান্ত আপনার, সাহায্য এআই-এর
এআই আসলে সবচেয়ে বেশি শক্তিশালী করছে ব্যবসার মূল সিদ্ধান্ত গ্রহণকারীকে। একজন উদ্যোক্তা এখন অনেক কম কর্মী নিয়ে পুরো ব্যবসা নিয়ন্ত্রণ করতে পারছেন। তবে এআই কিন্তু সব সময় নির্ভুল নয়। এটি মাঝেমধ্যে ভুল তথ্য বা ভুল পরামর্শও দিতে পারে। তাই এআই-এর ওপর অন্ধভাবে নির্ভর না করে এর কাজ যাচাই করা এবং চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব উদ্যোক্তার নিজেরই।

যেখানে এআই-এর সীমা শেষ
সব কাজ এআই দিয়ে করানো সম্ভব হলেও কিছু ক্ষেত্রে মানুষের উপস্থিতি অপরিহার্য। যেসব কাজে আবেগ, আন্তরিকতা এবং সরাসরি সম্পর্কের প্রয়োজন যেমন, গ্রাহকের বিশেষ অনুরোধ রাখা বা কোনো জটিল সমস্যা সমাধান করা সেখানে এআই এখনো দুর্বল। সব কিছু যন্ত্রের হাতে ছেড়ে দিলে ব্যবসাটি প্রাণহীন হয়ে পড়ার ঝুঁকি থাকে।
প্রতিযোগিতায় টিকে থাকার সময় এখনই
প্রযুক্তির পরিবর্তন এখন এত দ্রুত হচ্ছে যে, আগামী কয়েক মাস বা এক বছরের মধ্যেই ব্যবসার পুরো চেহারা বদলে যেতে পারে। যারা সময় থাকতে এই আধুনিক প্রযুক্তি বা টুলগুলো ব্যবহার করা শিখবেন না, তাদের জন্য বাজারে টিকে থাকা কঠিন হয়ে পড়বে। এটি কোনো ভয়ের কথা নয় বরং নতুন সময়ের বাস্তবতা।
এআই কোনো জাদুর কাঠি নয়, এটি একটি শক্তিশালী হাতিয়ার মাত্র। আপনার ব্যবসা যদি অগোছালো হয়, তবে এআই সেই বিশৃঙ্খলাকেই বাড়িয়ে দেবে। কিন্তু আপনি যদি আপনার লক্ষ্য সম্পর্কে পরিষ্কার থাকেন, তবে এআই হতে পারে আপনার সফলতার প্রধান সঙ্গী। মনে রাখতে হবে, এআই আপনার খাটুনি কমাতে পারে কিন্তু আপনার হয়ে চিন্তা করে দেওয়ার দায়িত্ব নিতে পারে না।









































