Search
Close this search box.
Search
Close this search box.

বাংলাদেশে স্কুল নির্মাণের জন্য ১ লাখ ডলার সহায়তা কোরিয়ার একে শপিং মলের

অনলাইন প্রতিবেদক, ৩০ জানুয়ারী ২০১৩ সিউলঃ

মৌলভীবাজারে একটি স্কুলের জন্য ১ লাখ ডলার অর্থ সহায়তা প্রদান করেছে কোরিয়ার ডিপার্টমেন্টাল স্টোর এবং অনলাইন শপিং মল “এ কে মল”(www.akmall.com)। সিলেটের মৌলভীবাজারে প্রস্তাবিত ঐ স্কুলে প্রায় ১৪০০ ছাত্রছাত্রী পড়াশোনা করার সুযোগ পাবে। এই মাস থেকে থেকে বিদ্যালয়ের অবকাঠামো নির্মাণের কাজ শুরু হবে। বিদ্যালয়ের জন্য প্রাথমিকভাবে দুইতলা বিশিষ্ট একটি ভবন নির্মাণ করে ২০১৪ সাল থেকে ভর্তি কার্যক্রম শুরু হবে।

chardike-ad

একে শপিং মলের ক্রেতা, কর্মচারী, একে প্লাজা, একে নেটওয়ার্কসহ সংশ্লিষ্ট অনেকেই এই স্কুলের জন্য অর্থ সহায়তা প্রদান করেছেন বলে জানিয়েছে একে মল কর্তৃপক্ষ। একে মল তাদের সামাজিক দায়িত্বের অংশ হিসেবে এই সহায়তা প্রদান করছে। ভবিষ্যতেও এই স্কুলের জন্য সহায়তা অব্যাহত রাখা হবে বলেও জানান তারা। বেসরকারী উন্নয়ন সংস্থা গুড নেইভার্স এই বিদ্যালয়ের দেখভাল করবে।