বৃষ্টির কারণে সাময়িক বন্ধ আছে নিউজিল্যান্ড- দ.আফ্রিকার মধ্যকার প্রথম সেমিফাইনাল ম্যাচ। এর আগে টস জিতে ব্যাট করতে নামে দ. আফ্রিকা। বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগে ৩৮ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে প্রোটিয়ারা সংগ্রহ করে ২১৬ রান। ডু প্লেসিস ৮২ আর ডি ভিলিয়ার্স ৬০ রান নিয়ে ব্যাট করছে।
এর আগে ফাইনালে যাওয়ার মিশন নিয়ে ব্যাট করতে নেমে শুরু থেকেই দেখে শুনে খেলতে থাকে দুই প্রোটিয়া ওপেনার হাশিম আমলা ও ডি কক। তবে দলীয় ২১ ও ব্যাক্তিগত ১০ রান করে বোল্ড আউট হয়ে মাঠ ছাড়েন অভিজ্ঞ আমলা।
এর কিছুক্ষণ পরই আরেক ওপেনার ডি কক ১৪ রান করে আমলাকে অনুসরণ করলে কিছুটা বিপদে পড়ে প্রোটিয়ারা। এরপর রুশোকে সাথে নিয়ে ৫৫ রানের জুটি গড়ে দলের প্রাথমিক বিপর্যয় কাটিয়ে তোলেন ডু প্লেসিস। অ্যান্ডারসনের বলে আউট হওয়ার আগে রুশো করেন ৩৯ রান। নিউজিল্যান্ডের পক্ষে বোল্ট নেন ২ উইকেট।








































