Search
Close this search box.
Search
Close this search box.

‘ভালো’ চাকরি পাচ্ছে না কোরিয়ান তরুণরা

দক্ষিণ কোরিয়ায় তরুণদের জন্য ‘ভালো’ চাকুরির পরিমাণ হ্রাস পাচ্ছে। সাম্প্রতিক এক গবেষণার ফল বলছে সরকারি ও নামকরা বেসরকারি প্রতিষ্ঠানসমূহে নতুন চাকুরির সুযোগ প্রতি বছরই কমছে।

কোরিয়া রিসার্চ ইন্সটিটিউট ফর ভোকেশনাল এডুকেশন এন্ড ট্রেনিং কর্তৃক পরিচালতি ওই গবেষণার প্রতিবেদনে বলা হয় কোরিয়ায় রাষ্ট্রয়ত্ত ও বড় বানিজ্যিক প্রতিষ্ঠান সমূহে ১৫ থেকে ২৯ বছর বয়সী চাকুরিজীবীর সংখ্যা গত ১০ বছরে ৭৫ হাজার কমেছে।

chardike-ad

গবেষণায় আরও জানা যায় কোরিয়ায় প্রতি ৩ জনে ২ জন বা ৬৯ শতাংশ তরুণ বিশ্ববিদ্যালয়ের পাট চুকিয়ে স্থায়ী চাকুরি না পেয়ে খণ্ডকালীন বা অস্থায়ী চুক্তিভিত্তিক কাজে যোগ দিচ্ছে।

কোরিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পার্ক জি সুন এ ব্যাপারে বলছিলেন, প্রতিষ্ঠানসমূহের উচিত কর্মীদের বেতনে একটি ভারসাম্য এনে নতুন চাকুরির সুযোগ সৃষ্টি করা। তবে এর সঙ্গে তিনি এ-ও যোগ করেন যে, কোরিয়ান তরুণদের উচিত তথাকথিত বড় প্রতিষ্ঠান বা সরকারি চাকুরির প্রতি ঝোঁক কমিয়ে তুলনামূলক ছোট প্রতিষ্ঠানসমূহে বা বিদেশে কাজের খোঁজ করা।