বুধবার । ডিসেম্বর ১৭, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক বিজ্ঞান ও প্রযুক্তি ১২ নভেম্বর ২০১৫, ১:৪৫ অপরাহ্ন
শেয়ার

যাত্রীবাহী বিমানে স্যাটেলাইটের মাধ্যমে নজরদারির সিদ্ধান্ত


sateliteবিশ্বের ১৬০টির বেশি দেশ যাত্রীবাহী বিমানের ওপর কৃত্রিম উপগ্রহ দিয়ে নজরদারির বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে। গত বছর মালয়েশিয়া এয়ারলাইন্সের রহস্যজনকভাবে নিখোঁজ এমএইচ৩৭০’এর মতো ঘটনা ঠেকাতে এ জাতীয় নজরদারির প্রয়োজনীয়তা রয়েছে।

জেনেভায় জাতিসংঘের আন্তর্জাতিক টেলিকম্যুনিকেশন ইউনিয়ন বা আইটিইউ’র বৈঠকে গতকাল এ সিদ্ধান্ত নেয়া হয়। বৈঠকে বিশ্বের ১৬০’টির বেশি দেশ অংশ গ্রহণ করেছে। আইটিইউ’র মহাসচিব হোলিন ঝাও এক বিবৃতিতে বলেন, রেকর্ড সময়ে এ বিষয়ে চুক্তিতে পৌঁছে যাত্রী বিমানের ওপর নজর রাখা নিয়ে বিশ্ব সম্প্রদায়ের উদ্বেগে সাড়া দেয়া হয়েছে।

এতে আরো বলা হয়েছে, রহস্যজনক ভাবে এমএইচ৩৭০’এর নিখোঁজ হওয়ার বিষয়টি এ সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে ব্যাপক প্রভাবে ফেলেছে।

মালয়েশিয়া এয়ারলাইন্সের চীনগামী বোয়িং-৭৭৭ বিমানটি গত বছর ৮ মার্চ কুয়ালালামপুর থেকে ২৩৯ আরোহী নিয়ে ওড়ার প্রায় এক ঘণ্টা পর রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায়। এরপর কয়েকটি দেশ সম্মিলিতভাবে নজিরবিহীন অনুসন্ধান তৎপরতা শুরু করলেও এ পর্যন্ত বিমানটি সম্পর্কে কোনো তথ্যই পাওয়া যায় নি।