মেসেঞ্জারে পাঠানো বার্তা স্বয়ংক্রিয়ভাবে মুছে যাবে-এ ধরনের সেবা স্ন্যাপচ্যাটে আগে থেকে চালু আছে। এবার সেই সেবা চালু করতে যাচ্ছে সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। আপাতত ফ্রান্সের গ্রাহকদের মধ্যে মোবাইল মেসেঞ্জার অ্যাপ্লিকেশনের সেলফ-ডেস্ট্রাক্টিং ম্যাসেজ ফিচার নিয়ে পরীক্ষা শুরু করেছে ফেসবুক।
এক বিবৃতিতে ফেসবুক কর্তৃপক্ষ জানায়, সামাজিক মাধ্যমটির ফরাসি গ্রাহকদের ফেসবুক মেসেঞ্জার অ্যাপে এরই মধ্যে যোগ হয়েছে নতুন একটি ফিচার। যার মাধ্যমে কোনো ম্যাসেজ পাঠানো হলে, তা এক ঘণ্টা পর নিজে থেকেই মুছে যাবে। এছাড়া স্বয়ংক্রিয়ভাবে মুছে যাওয়া ফিচারের কারণে ফেসবুক ব্যবহারকারীরা আরেকটি চমকপ্রদ অপশন ব্যবহারের সুযোগ পাবেন। আমরা গ্রাহকদের প্রতিক্রিয়ার জন্য অপেক্ষা করছি। বলা হচ্ছে, ফেসবুক মেসেঞ্জারের প্রতিদ্বন্দ্বী স্ন্যাপচ্যাটকে টেক্কা দিতেই সাইটটির এ উদ্যোগ।







































