শনিবার । ডিসেম্বর ২০, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক খেলা ২১ মার্চ ২০১৬, ৭:২৩ অপরাহ্ন
শেয়ার

খেলবেন মুস্তাফিজ-নাসির


nasir mustafizসুপার টেনে প্রথম ম্যাচে অবশ্য পাকিস্তানের কাছে মুথ থুবড়ে পড়ে মাশরাফিদের প্রতিরোধ। বড় ব্যবধানে হেরে মূলপর্বটা শুরু করলেও দ্বিতীয় ম্যাচে ঘুরে দাড়াতে চান সাকিব-তামিমরা। দ্বিতীয় ম্যাচে ব্যাঙ্গালুরুতে মাশরাফির দলের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া।

তবে অজি ম্যাচের আগে টাইগারদের জন্য কোনো সুখবর নেই। তাসকিনের নিষেধাজ্ঞা তুলে নেবার বিষয়ে কথা উঠলেও আজকের ম্যাচে থাকছেন না এই পেসার। বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে ম্যাচটি। নিজেদের প্রথম ম্যাচে হেরেছে দুদলই।

তাই আজকের ম্যাচে জয় পাওয়ার জন্য উদগ্রীব থাকবে দু দলই। এই ম্যাচে হারলেই টুর্নামেন্ট থেকে বিদায়টা প্রায় নিশ্চিত হয়ে যাবে দুদলেরই। সেমিফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রাখতে হলে জয়ের বিকল্প নেই। ব্যাঙ্গালুরুর উইকেটে আগের ম্যাচগুলোর মতোই রানের ফোয়ার ছুটবে এমনটা আশা করাই যায়।

আগের দিনই মাশরাফি বলেছিলেন এই উইকেটে ১৬০-১৭০ রান না হলে জয়ের আশা না করাই ভালো। তাসকিন না থাকায় আজকের ম্যাচে ফিরছেন মুস্তাফিজুর রহমান। দলের স্পিনিং কম্বিনেশন বাড়ানোর তাগিদ থেকে এই ম্যাচে খেলানো হতে পারে নাসির হোসেনকে।