দেশের বাইরে যেখানেই খেলতে যায় টিম টাইগার সেখানেই যেন তৈরী হয় এক টুকরো বাংলাদেশের। প্রিয় টাইগারদের সমর্থন জানাতে চেষ্টার ত্রুটি রাখেন না প্রবাসী বাংলাদেশীরা। এমনকী বিদেশী ভক্তও বেশ পরিমাণে জুটে যায়। শুক্রবার বৃষ্টিতে ভেসে গেছে ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ বনাম আয়ারল্যান্ডের প্রথম ম্যাচটি। বৃষ্টি যখন মাঠের দখল নিয়েছে, তখন অবসর সময়টা প্রবাসী দর্শকদের ভালোবাসায় সিক্ত হয়েছেন টাইগাররা। আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত হয়েছে টাইগারদের কিছু মুহূর্তের ছবি। দেখে নিন এক ঝলকে:

ছবিটি যেন বাংলাদেশ জাতীয় দলের প্রতীকী ছবি হয়ে রইল। সবাই ঐক্যের বলে বলীয়ান হয়ে একই ছাতার তলায়।

এই তরুণই তো ক্যাপ্টেন মাশরাফির প্রিয় ‘হিরো’! ছবি তোলার সুযোগটা মিস করা ঠিক হবে না।

টাইগারদের এত কাছে পেয়ে ছবি তুলতে ব্যস্ত সবাই।

মাঠে সিনিয়রদের খেলা চলছে; আর তারই একপাশে শুরু হয়েছে জুনিয়র টাইগার বনাম জুনিয়র আইরিশদের ক্রিকেট ম্যাচ!

চেয়ার হয়ে গেল স্টাম্প!

ওফ কী দারুণ শট!

একটুকরো বাংলাদেশ




































