Search
Close this search box.
Search
Close this search box.

সাব্বিরের শাস্তি : চুক্তি থেকে বাদ, ৬ মাস নিষিদ্ধ, জরিমানা ২০ লাখ

sabbir-rahmanএকের পর এক শৃঙ্খলাভঙ্গের ঘটনা ঘটিয়ে এবার বড়সর শাস্তি পেলেন জাতীয় ক্রিকেট দলের তরুণ ব্যাটসম্যান সাব্বির রহমান। জাতীয় লিগের শেষ রাউন্ডের ম্যাচে খেলা চলাকালীন কিশোর পেটানোর ঘটনায় তার সঙ্গে কেন্দ্রীয় চুক্তি বাতিল করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। একইসঙ্গে ২০ লাখ টাকা জরিমানাও করা হয়েছে সাব্বিরকে।

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন আজ এই তথ্য জানিয়ে বলেন, জরিমানা এবং কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়া ছাড়াও আগামী ৬ মাসের জন্য তাকে ঘরোয়া ক্রিকেটে নিষিদ্ধ করা হয়েছে। অর্থাৎ বাংলাদেশ ক্রিকেট লিগ এবং ঢাকা প্রিমিয়ার লিগে খেলা হচ্ছে না সাব্বিরের।

chardike-ad

ডিসিপ্লিনারি কমিটি থেকে সাব্বিরের শাস্তির ব্যাপারে যে সুপারিশ বিসিবির কাছে পাঠানো হয়েছে, তার মধ্যে রয়েছে ২০ লাখ টাকা জরিমানা, ৬ মাসের জন্য ঘরোয়া ক্রিকেটে নিষেধাজ্ঞা। একই সঙ্গে এবারই তাকে শেষ সুযোগ দেয়া হচ্ছে বলে সুপারিশ করা হয়। ভবিষ্যতে এ ধরনের অপরাধ করলে আজীবনের জন্য নিষিদ্ধ করা হতে পারে।