Search
Close this search box.
Search
Close this search box.

এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ

bd-under-19আফগানিস্তানের ক্রিকেটে এখন সুদিন। গত সপ্তাহেই টেস্টে ঘরের মাঠের বাংলাদেশকে উড়িয়ে দিয়েছেন রশিদ খানরা, ম্যাচটি কয়েকবার বৃষ্টি বাধায় পড়ার পরও। তবে বড়রা হাসলেও এবার কাঁদতে হলো ছোটদের।

শ্রীলঙ্কার মোরাতোয়ায় যুব এশিয়া কাপের সেমিফাইনাল ম্যাচে এই আফগানদের পেছনে ফেলেই ফাইনালে উঠে গেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। যেখানে তারা প্রতিপক্ষ হিসেবে পেয়েছে ভারতকে। এশিয়ান ক্রিকেট কাউন্সিল এক টুইটে দুই দলের ফাইনালে ওঠার বিষয়টি নিশ্চিত করেছে।

chardike-ad

আফগানিস্তান অবশ্য হারেনি। বৃষ্টির কারণে তাদের কপাল পুড়েছে। একই অবস্থা স্বাগতিক শ্রীলঙ্কারও। কলম্বোয় তাদের সেমিফাইনাল ছিল ভারতের বিপক্ষে। ওই ম্যাচটিও বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে।

বাংলাদেশ আর ভারত দুই দলই ফাইনালে উঠেছে গ্রুপপর্বে চ্যাম্পিয়ন থাকার কারণে। রিজার্ভ ডে না থাকায় পয়েন্টে এগিয়ে থাকার পুরো সুবিধা পেয়েছে দুই দল। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ১৪ সেপ্টেম্বর টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ আর ভারত।