Search
Close this search box.
Search
Close this search box.

অস্ট্রিয়ায় বাংলাদেশি এলিন কালামের সাফল্য

alinইউনিয়ন অব ইয়াং ইউরোপিয়ান ফেডারেলিস্টস অব অস্ট্রিয়ার ‘বুন্ডেসফরস্ট্যান্ড বোর্ডে’ ভাইস প্রেসিডেন্ট পদে বিপুল ভোটে জয়লাভ করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত অস্ট্রিয়ান নাগরিক এলিন কালাম। গত ৯ নভেম্বর ভোট অনুষ্ঠিত হয়।

এই সম্মানি পদের পাশাপাশি এলিন কালাম পেশাগতভাবে বর্তমানে ইউরোপের সর্ববৃহৎ এয়ারলাইন্স লুফথানসার এক্সিকিউটিভ ম্যানেজমেন্ট পদে কর্মরত।

chardike-ad

australiaতিনি কম্পিউটার সায়েন্স ও ফিজিক্সে ব্যাচেলর শেষে ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্টে ডিগ্রি অর্জন করেন। এছাড়া তিনি অস্ট্রিয়া ও এর বাইরে একাধিক বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনায় কর্মরত।

যুক্তরাজ্য/আমেরিকার আন্তর্জাতিক বিমান চলাচল সংস্থা ফ্লাইট গ্লোবাল ও আন্তর্জাতিক স্টার্টআপ সংস্থা ট্যালেন্ট গার্ডে ইউরোপ ২০১৮ ও ২০১৯ সালে তাদের সম্মানিত পরিচালনা কমিটির অন্যতম সদস্য ও বিজ্ঞান এবং প্রযুক্তিগত সমন্বয়কারীর পদে ভূষিত করেন।

তার মূল কর্মকাণ্ডের মধ্যে অন্তর্ভুক্ত থাকবে ইউরোপের প্রযুক্তিগত বিকাশ, ডিজিটালাইজেশন, অর্থনৈতিক স্থায়িত্ব ও বৈজ্ঞানিক আবিষ্কার বিষয়ক প্রজেক্ট সূচনা করা।