Search
Close this search box.
Search
Close this search box.

malaysia-police২০১৭ সালের জানুয়ারি থেকে চলতি বছরের অক্টোবর পর্যন্ত ইমিগ্রেশন সংক্রান্ত বিভিন্ন অপরাধে মালয়েশিয়ায় ২৯ হাজার ২৫১ জন বাংলাদেশি গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার দেশটির ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক দাতুক খাইরুল দিজামি দাউদ এ তথ্য জানিয়েছেন।

দেশে দেনার ভারে জর্জরিত থাকায় বাংলাদেশি শ্রমিকরা দেশে ফিরতে চাইছেন না বলে সম্প্রতি মালয়েশিয়ার একটি সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়। এর প্রতিক্রিয়ায় শুক্রবার একটি বিবৃতি দেন খাইরুল দিজামি।

এতে তিনি জানান, গত ৩১ অক্টোবর পর্যন্ত হিসেবে অনুযায়ী, পাঁচ লাখ ৭৫ হাজার ২৯২ জন বৈধ বাংলাদেশি শ্রমিক রয়েছে মালয়েশিয়া। এছাড়া কর্মকর্তা বা বিশেষজ্ঞ ক্যাটাগরিতে থাকার অনুমোদন রয়েছে চার হাজার ৯০৮ জন বাংলাদেশির।

ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও মালয়েশিয়ায় অবস্থান করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে উল্লেখ করে তিনি বলেন, যে সব বিদেশি ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও তাদের দেশে ফিরে যাচ্ছে না এবং এই দেশে অবৈধভাবে বাস করছে তাদের বিরুদ্ধে ইমিগ্রেশন আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।