Search
Close this search box.
Search
Close this search box.

মালয়েশিয়ায় ফাঁসির হাত থেকে বেঁচে গেলেন দুই বাংলাদেশি

malaysia-bangladeshiমালয়েশিয়ায় তিন বছর আগে সংঘটিত রোহিঙ্গা নাগরিক হত্যার অভিযোগে আটক হওয়া দুই বাংলাদেশি ফাঁসির হাত থেকে রক্ষা পেলেন। তারা হলেন-মো. দেলোয়ার হোসেন ও বরুন ধর। তবে খালাসপ্রাপ্ত দুই বাংলাদেশির ঠিকানা এ রিপোর্ট লেখা পর্যন্ত জানা যায়নি।

chardike-ad

বুধবার (৪ ডিসেম্বর) পেনাং হাইকোর্টের বিচারপতি দাতুক আক্তার তাহিরের আদালতে মামলায় আনীত অভিযোগ প্রমাণিত না হওয়ায় এই দুই বাংলাদেশিকে বেকসুর খালাস প্রদান করেন আদালত।

malaysia-bangladeshiআদালত সূত্রে জানা গেছে, ২০১৬ সালের ১৩ জুন রোহিঙ্গা নাগরিক মো. ইসহাক কবিরকে হত্যার অভিযোগে তাদের আটক করা হয়। হত্যাকাণ্ডের শিকার ইসহাক কবিরের ভাই দুই বাংলাদেশির বিরুদ্ধে হত্যার অভিযোগ আনেন।

দীর্ঘ তিন বছর পর হত্যাকাণ্ডের পর্যালোচনা শেষে হত্যাকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্টতার প্রমাণ না পাওয়ায় এ দুই বাংলাদেশিকে খালাস প্রদান করেন আদালত।