Search
Close this search box.
Search
Close this search box.

ইতালিতে শিশু নির্যাতনের দায়ে বাংলাদেশি ইমাম বহিষ্কার

junayetইতালির উত্তরাঞ্চল পাদোভা থেকে জুনায়েদ আহমেদ (১৯) নামে এক বাংলাদেশি ইমামকে শিশু নির্যাতনের দায়ে বহিষ্কার করা হয়েছে। জঙ্গি আতঙ্কের সন্দেহে রাষ্ট্রীয় নিরাপত্তার স্বার্থে দেশটির একটি আদালত তাকে বহিষ্কারের আদেশ দেন। এর ফলে তিনি ইতালিতে থাকার বৈধতা হারিয়েছেন। সোমবার স্থানীয় সংবাদ মাধ্যম এবং ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।

জানা যায়, গত অক্টোবরে পাদোভা বাংলাদেশ কালচারাল সেন্টার মসজিদে কোরআন শিক্ষা দেয়ার সময় পাঁচ থেকে দশ বছরের শিশুদের মারধর ও অপমান করার অভিযোগে ইতালি পুলিশ তাকে গ্রেফতার করে। পরে দীর্ঘ কয়েক মাস মামলা চলার পর চলতি সপ্তাহে আদালত তাকে বহিষ্কারের আদেশ দেন।

দেশটির আদালত থেকে এ আদেশ আসার পর ইতালিতে থাকার বৈধতা হারান জুনায়েদ। ফলে তাকে দেশে পাঠাতে বাধ্য হচ্ছেন স্থানীয় প্রশাসন। এ বিষয়ে রোম দূতাবাসের কাউন্সিলর এরফানুল হক জানান, যদি তার বৈধ পাসপোর্ট থাকে তাহলে পুলিশ দূতাবাসকে অবগত না করার সম্ভাবনা রয়েছে। আর পাসপোর্ট না থাকলে দেশে পাঠাতে অবশ্যই দূতাবাস থেকে টিটি নিতে হবে।