Search
Close this search box.
Search
Close this search box.

কুয়েতের হাসপাতালে কোমায় মিরসরাইয়ের মুন্সি মিয়া

kuwait-munsiব্রেন স্ট্রোকের ফলে প্রায় বিগত দেড় মাস ধরে হাসপাতালের কোমায় আছেন কুয়েত প্রবাসী মুন্সি মিয়া। কুয়েতে ফরওয়ানিয়া হাসপাতালে তিনি চিকিৎসাধীন আছেন। তার বাড়ি চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার ধুম ইউনিয়নের গোলকেরহাট বাজারে।

কুয়েতের অন্যতম সবজি মার্কেট সাবরায় দীর্ঘদিন ধরে ব্যবসা করতেন তিনি। গত ৩ নভেম্বর হঠাৎ ব্রেন স্ট্রোক হলে তাকে দ্রুত ফরওয়ানিয়া হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানে এক মাস আইসিইউতে রাখা হয়। বর্তমানে হাসপাতালের ১৯ নম্বর রুমের ১৫ নম্বর বেড়ে চিকিৎসাধীন আছেন তিনি।

chardike-ad

হাসপাতালের চিকিৎসকরা জানান, এ মুহূর্তে তাকে দেশে নিয়ে যাওয়া সম্ভব নয়। আরও কিছুদিন চিকিৎসার পর অবস্থার উন্নতি হলে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানান তারা। তিনি সুস্থ হয়ে যেন পরিবার প্রিয়জনের কাছে ফেরে যেতে পারেন সেজন্য সকলের কাছে দোয়া চেয়েছেন তার পরিবারের সদস্যরা।