Search
Close this search box.
Search
Close this search box.

sigarateমালয়েশিয়ার ইপোর উইসমা রানসোনের ওয়্যার হাউসে অভিযান চালিয়ে দুই বাংলাদেশিসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। তবে তাদের নাম প্রকাশ করা হয়নি। গ্রেফতার আরেকজন স্থানীয় নাগরিক। স্থানীয় সময় সোমবার (২৩ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে ইপো বিভাগের তাপাহ জেলার জালান স্টেশনের কাছে তাদের গ্রেফতার করা হয়।

বুধবার তাপাহ জেলা পুলিশ প্রধান ওয়ান আজহার উদ্দিন ওয়ান ইসমাইল সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, কুয়ালালামপুরের বুকিত আমান সিকিউরিটি অ্যান্ড পাবলিক অর্ডার ডিপার্টমেন্টের স্পেশাল অভিযানে ৪.৩ মিলিয়ন মালয় রিংগিত (বাংলাদেশি টাকায় ৮ কোটি ৮১ লাখ টাকা) মূল্যের দামি ব্র্যান্ডের ৫ হাজার ৮৫০ কার্টুন সিগারেট জব্দ করা হয়। পরে তাদের গ্রেফতার দেখানো হয়।

chardike-ad