Search
Close this search box.
Search
Close this search box.

এক মাস আগে সৌদিতে গিয়ে না ফেরার দেশে ইয়ামিন

yaminসৌদি আরবে সড়ক দুর্ঘটনায় মো. ইয়ামিন (২৫) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। প্রায় একমাস আগে জীবিকার তাগিদে কাজের সন্ধানে সৌদিতে যান তিনি। ইয়ামিনের বাড়ি বাড়ি লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার দক্ষিণ চরআবাবিল ইউনিয়নের বালুধুম গ্রামে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাতে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন দক্ষিণ চরআবাবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নাছির উদ্দিন ব্যাপারী।

পারিবারিক সূত্রে জানা যায়, ইয়ামিন রায়পুরের বালুধুম গ্রামের আবুল বাশারের মেজো ছেলে। তার সংসারে মা-বাবা, চার বোন ও তিন ভাই রয়েছেন। এক মাস আগে কাজের সন্ধানের সৌদি আরব যান তিনি। বুধবার (২৬ ফেব্রুয়ারি) কাজ শেষে সৌদির নাজরান শহর থেকে রিয়াদ যাওয়ার পথে আল-বিশাল এলাকায় তাদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পড়ে। এতে ইয়ামিনসহ কয়েকজন আহত হন। স্থানীয় পুলিশ আহতদের উদ্ধার করে হাসপাতালে নিলে ইয়ামিন মারা যান।

দক্ষিণ চরআবাবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নাছির উদ্দিন বলেন, সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ইয়ামিনের মৃত্যুর সংবাদ শুনেছি। তার মরদেহ দেশে আনার জন্য সব ধরনের চেষ্টা ও সহযোগিতা করা হবে।

Facebook
Twitter
LinkedIn
Email