সংযুক্ত আরব আমিরাতে হৃদরোগে আক্রান্ত হয়ে বাদশা মিয়া নামের চট্টগ্রামের এক প্রবাসী ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি… রাজিউন। বৃহস্পতিবার (৭ মে) হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে আমিরাতের রাস আল খাইমা প্রদেশের সাইফ বিন গুবাস হাসপাতালে মারা যান তিনি।
বাদশা মিয়া হাটহাজারী উপজেলার নাঙ্গলমোড়া ইউনিয়নের লক্কী মিয়ার ছোট ছেলে। তিনি রাস-আল-খাইমাতে ট্যাক্সি ড্রাইভার হিসেবে কর্মরত ছিলেন। এদিকে সংযুক্ত আরব আমিরাতে বিভিন্ন রোগে মারা যাওয়া প্রায় শতাধিক বাংলাদেশির মরদেহ বিভিন্ন মর্গে পড়ে রয়েছে। করোনার কারণে ফ্লাইট বন্ধ থাকায় আমিরাত থেকে মরদেহগুলো স্বজনদের কাছে পাঠানো যাচ্ছে না।