Search
Close this search box.
Search
Close this search box.

কন্যার নাম ও ছবি প্রকাশ করলেন বিজয়

bijoyগত ১০ মে (রোববার) এনামুল হক বিজয় প্রথম সন্তানের বাবা হয়েছেন। তার ঘর আলো করে এসেছে ফুটফুটে এক কন্যা। বিজয় নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে সে খবরটি সবাইকে জানান, দোয়া চান নতুন অতিথির জন্য। তবে তখন মেয়ের ছবি জনসম্মুখে প্রকাশ করেননি বিজয়। এবার মেয়ের ছবি সবার সামনে আনলেন টাইগার এই উইকেটরক্ষক ব্যাটসম্যান, জানিয়ে দিলেন নামটিও।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাটের মাধ্যমে নিজের ফুটফুটে কন্যাকে পরিচয় করিয়ে দিয়ে বিজয় লিখেছেন, ‘আলভিনা হক তোহফা, আমাদের ঘরের আলো। ছোট্ট একটি ফুল। নিষ্পাপ একটা প্রাণ! আসলে বাবা হিসেবে আমার মনের অনুভূতিটা যথাযথভাবে প্রকাশ করতে পারছি না!!’

সবার কাছে আবারও মেয়ের জন্য দোয়া চেয়েছেন বিজয়। পরের অংশে তিনি লিখেন, ‘সবার কাছে শুধু একটুখানি দোয়া চাচ্ছি আমাদের মেয়ের সুন্দর এবং নিরাপদ জীবনের জন্য। একবার মাশা’আল্লাহ বলার অনুরোধ রইল!!’

প্রসঙ্গত, ২০১৮ সালের ২৯ জুন দীর্ঘদিনের প্রেমিকা ফারিয়া ইরার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন বিজয়। বেশ জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়েই সম্পন্ন হয়েছিল তাদের বিয়ের আনুষ্ঠানিকতা।