দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশ দূতাবাসে নতুন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মিয়ানমার উইংয়ের মহাপরিচালক দেলোয়ার হোসেন। বৃহস্পতিবার (১ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়েছে।
তিনি বর্তমান রাষ্ট্রদূত আবিদা ইসলামের স্থলাভিষিক্ত হবেন। আর আবিদা ইসলাম রাষ্ট্রদূত হিসেবে যাচ্ছেন মেক্সিকোতে।
বিসিএস ক্যাডারের (পররাষ্ট্র) ১৭তম ব্যাচের কর্মকর্তা দেলোয়ার হোসেন এর আগে ফ্রান্সের প্যারিস, লিবিয়ার ত্রিপলি, ভুটানের থিম্পু, চীনের বেইজিংয়ে বাংলাদেশ মিশনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। এছাড়াও ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সদর দপ্তরে বিভিন্ন শাখায় গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।
দেলোয়ার হোসেন খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে যন্ত্রকৌশলে স্নাতক শেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন। পরে প্যারিসের ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন থেকে ডিপ্লোমা ডিগ্রি অর্জন করেন।