স্কিনফুডের পণ্য পাওয়া যাচ্ছে কার্নেশিয়ায়

দক্ষিণ কোরিয়ার বিখ্যাত কসমেটিকস ব্র্যান্ড স্কিনফুডের (Skinfood) সকল পণ্য পাওয়া যাবে কার্নেশিয়াতে। দেশের অন্যতম প্রধান চেইন কসমেটিকস স্টোর কার্নেশিয়ার ঢাকা, চট্টগ্রামের ৬টি আউটলেট ছাড়াও অনলাইন স্টোরেও পাওয়া যাবে স্কিনফুডের সকল পণ্য। স্কিনফুডের বাংলাদেশে বাজারজাতকারী প্রতিষ্ঠান চারদিকে লিমিটেড এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে কার্নেশিয়া দেশের প্রধান দুটি শহরে প্রসাধনী সামগ্রী সহজে কাস্টমারদের পৌঁছে দিচ্ছে।

চারদিকে লিমিটেডের পরিচালক এবং হেড অব সেলস সাজ্জাদ কামাল রাসেল বলেন স্কিনফুড দক্ষিণ কোরিয়ার অন্যতম সেরা একটি ব্র্যান্ড। আমরা আশা করি স্কিনফুডের প্রোডাক্ট কার্নেশিয়ার মাধ্যমে বহুল প্রচার পাবে।

চারদিকে লিমিটেড ২০২০ সাল থেকে একমাত্র পরিবেশক হিসেবে দক্ষিণ কোরিয়ার বিখ্যাত কসমেটিকস কোম্পানী স্কিনফুড এর প্রসাধনী সামগ্রী আমদানি করে এবং বাংলাদেশে বাজারজাত করছে। স্কিনফুডের দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র, চীন, জাপান, দুবাইসহ ১৯টা দেশে স্টোর রয়েছে।

Facebook
Twitter
LinkedIn
Email