Search
Close this search box.
Search
Close this search box.

শ্রীলংকান প্রিমিয়ার লিগে ৫ বাংলাদেশি

ডেস্ক রিপোর্টঃ আসন্ন শ্রীলংকান প্রিমিয়ার লিগে ৫ বাংলাদেশি খেলবেন বলে জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট। গতকাল এসএলপিএলে খেলার জন্য ৫৬জন বিদেশি খেলোয়াড়ের নাম ঘোষনা করা হয়। বাংলাদেশ থেকে সাকিব খেলবেন উথুরা, তামিম উইয়াম্বা এবং মুশফিক, ইলিয়াস সানি ও নাসির হোসেন খেলবেন নাগেনাহিরা টিমে। বিদেশি খেলোয়াডদের কোটায় কোন ভারতীয় খেলায়াড়ের নাম দেখা যায়নি। সবচেয়ে বেশি স্থান পেয়েছে অস্ট্রেলিয়া থেকে ১৮জন এবং পাকিস্তান থেকে ১৩ জন। বাংলাদেশি খেলোয়াড়রা শ্রীলংকান প্রিমিয়ার লিগে বিশেষভাবে মুল্যায়ন হবেন বলে ধারনা করা হলেও শেষ পর্যন্ত তা নাও হতে পারে। সাকিব-তামিমের খেলা এক প্রকার নিশ্চিত হলেও বাকি তিনজন একই টিমে হওয়ায় এক বা দুই জন চান্স পেতে পারেন। আসন্ন টি২০ বিশ্বকাপের আগে শ্রীলংকান প্রিমিয়ার লিগ হবে প্র্যাকটিসের জন্য খুবই গুরুত্বপুর্ণ। সেদিক থেকে বাংলাদেশি ৫ খেলোয়াড় ভাল খেলতে পারলে টি২০ বিশ্বকাপের প্রস্তুতি ভাল হবে।

 

chardike-ad