sentbe-top

ঘানার সাথে দক্ষিণ কোরিয়ার প্রস্তুতি ম্যাচ কাল

সিউল, ৯ জুন ২০১৪:

বিশ্বকাপের আগে দক্ষিণ কোরিয়া শেষ প্রস্তুতি ম্যাচ খেলবে আগামীকাল। ঘানার বিপক্ষে আগামীকাল মঙ্গলবার সকাল ৮টায় এই ম্যাচ অনুষ্ঠিত হবে। দক্ষিণ কোরিয়া বিশ্বকাপে এইচ গ্রুপ ও ঘানা জি গ্রুপে খেলবে।

South-Korea-vs-Ghanaদক্ষিণ কোরিয়ার বিশ্ব র‍্যাংকিং ৫৭ এবং ঘানার ৩৭। এই পর্যন্ত দক্ষিণ কোরিয়া এবং ঘানা ৫ বার মুখোমুখি হয়েছে। যার মধ্যে দক্ষিণ কোরিয়া ৩ বার এবং ঘানা ২ বার জয় পেয়েছে।

sentbe-top