Search
Close this search box.
Search
Close this search box.

মোত্তাকিন মুন। পূজা উপলক্ষ্যে দেশের প্রথম সারির প্রসাধনী ব্র্যান্ড চারদিকে ডটকম (chardike.com)  তাদের পণ্যে এনেছে বিশেষ অফার। উৎসব উদযাপনে নিজেকে আকর্ষনীয় করবার চাহিদা সবসময়ই তুঙ্গে থাকে। আর উৎসব মানেই নিজেকে এবং পরিবারকে আকর্ষণীয় ও পরিচ্ছন্ন দেখাটা গুরুত্বপূর্ণ। সেজন্য চারদিকে নিয়ে এসেছে প্রসাধনী ব্র্যান্ড স্কিনো, ইনেসেই, কজারেক্স ও অর্ডিনারী পণ্যের উপরে বিশেষ অফার।

chardike-ad

প্রসাধনী চারদিকে ডটকম ব্র্যান্ডের এই আকর্ষণীয় অফার চলবে ১০ অক্টোবর পর্যন্ত।

পূজার উৎসবের পরিবেশকে আরও সতেজ করে তুলতে চারদিকে ডটকম স্কিনকেয়ার ও মেইক আপের উপরে দিয়েছে আপ টু ৮০% অফ অফার।

পাশাপাশি চুল পড়া বন্ধ, চুলের সুস্বাস্থ্য ও ত্বকের যত্ম নিশ্চিতে স্কিঙ্কেয়ার ও হেয়ার কেয়ারের উপরে চারদিকে এনেছে  কম্বো অফার। সঙ্গে চারদিকে ডটকম (chardike.com) থেকে  পণ্য কিনলে ফ্রী আরেকটি পণ্যের অফারও  খুঁজে পাবে ক্রেতারা।

পূজার আনন্দকে ক্রেতাদের পরিবারের সঙ্গে ভাগ করে নেয়ার সুযোগ হিসেবে ২৯ তারিখ পর্যন্ত “চারদিকে” তাদের জনপ্রিয় পণ্যের উপরে রেখেছে ফ্রি ডেলিভারীর’র মতো আকর্ষণীয় অফার।

সম্পূর্ণ বিস্তারিত জানতে ভিজিট করুন চারদিকে ডটকম এর অফিসিয়াল সাইট এবং ফেসবুক পেইজ।