Search
Close this search box.
Search
Close this search box.

শ্রেণীকক্ষে ফিরল ফেরি দুর্ঘটনায় বেঁচে যাওয়া শিক্ষার্থীরা

২৬ জুন ২০১৪: 

দক্ষিণ কোরিয়ার মর্মান্তিক ফেরি দুর্ঘটনা থেকে বেঁচে ফিরে আসা ৭৫ স্কুলছাত্র আবার তাদের শ্রেণীকক্ষে ফিরেছে। বুধবার হাতে হাত ধরে ওই ছাত্ররা হেঁটে আনসানে তাদের স্কুলের গেটের দিকে এগিয়ে যায়। এ সময় তাদের কয়েকজনকে কান্না সংবরণের চেষ্টা করতে দেখা যায়।

chardike-ad

PYH2014062501530031500_P2ক্লাসে ফেরার পর তারা তাদের নিহত সতীর্থ ২৫০ ছাত্রের কথা সব সময় মনে রাখার প্রত্যয় জানায়।

১৬ এপ্রিল  দান উওন হাইস্কুলের ৩২৫ ছাত্র তাদের শিক্ষকদের তত্ত্বাবধানে জেজু দ্বীপে শিক্ষা সফরে যাওয়ার সময় ২০ বছরের মধ্যে দেশটির ইতিহাসে সবচেয়ে ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়।

তাদের বহনকারী ফেরিটি ৪৭৬ যাত্রীসহ সাগরে ডুবে যায়। দুই মাস আগের এ ঘটনায় ৩০০-রও বেশি যাত্রী মারা যায়। 

 আসার সময় পুলিশের গাড়ি তাদের পাহারা দিয়ে নিয়ে আসে। এ সময় রাস্তার পাশে দাঁড়ানো নিহত শিশুদের বাবা-মারা প্ল্যাকার্ড উঁচিয়ে ধরে রাখেন। তাতে লেখা ছিল, আমরা তোমাদের ভালোবাসি।