লিভারপুল ছেড়ে যাওয়ার আগে সালাহর শেষ ইচ্ছা

 

chardike-ad

 

কিছুদিন ধরেই লিভারপুলের সঙ্গে মোহাম্মদ সালাহর চুক্তি নবায়ন করা না–করা নিয়ে অনেক কথা হচ্ছে। ধারণা করা হচ্ছিল, এই জানুয়ারিতেই হয়তো নতুন করে চুক্তি নবায়ন হবে সালাহর। কিন্তু মাস শেষ হতে চললেও এখন পর্যন্ত তেমন কোনো ইঙ্গিত পাওয়া যায়নি। ফলে লিভারপুল সমর্থকদের মধ্যে চুক্তির শেষ ছয় মাসে প্রবেশ করা সালাহকে হারানোর আশঙ্কা এখন প্রবল।

এর আগে সালাহ নিজেও বলেছিলেন, এটা লিভারপুলে তাঁর শেষ বছর। এবার লিভারপুল ছাড়ার আগে নিজের শেষ ইচ্ছা কী, সেটাও জানিয়ে দিয়েছেন সালাহ। বলেছেন, ক্লাব ছাড়ার আগে আরেকবার ইংলিশ প্রিমিয়ার লিগের ট্রফি জিততে চান তিনি।

২০১৭ সালে সিরি ‘আ’ ক্লাব এএস রোমা ছেড়ে লিভারপুলে আসেন সালাহ। এরপর ইয়ুর্গেন ক্লপের অধীনে নিজেকে সময়ের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠিত করেন সালাহ। ক্লপের অধীনে লিভারপুলের প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়নস লিগ জয়ের অন্যতম নায়কও ছিলেন সালাহ। এর মধ্যে লিভারপুল এবং প্রিমিয়ার লিগের সর্বকালের সেরাদের কাতারেও উঠে এসেছেন তিনি।

এমনকি ক্লপের বিদায়ের পর চলতি মৌসুমে আর্নে স্লটের অধীনেও আলো ছড়াচ্ছেন সালাহ। এখন পর্যন্ত চলতি মৌসুমে সব মিলিয়ে ৩২ ম্যাচে ২৩ গোলের পাশাপাশি ১৭টি অ্যাসিস্ট করেছেন সালাহ।

আর দুর্দান্ত ছন্দে থাকা এই মিসরীয় তারকা লিভারপুল ছাড়ার আগে জিততে চান আরও একটি লিগ শিরোপা। সম্প্রতি এক সাক্ষাৎকারে সালাহ বলেছেন, ‘এই বছর আমার লক্ষ্য হচ্ছে একটি শিরোপা জেতা এবং শিরোপা জয়ে বড় অবদান রাখা, বিশেষ করে প্রিমিয়ার লিগে।’

এই মুহূর্তে লিভারপুলের আরেকটি শিরোপা জেতা কেন জরুরি সেটা ব্যাখ্যা করে সালাহ বলেছেন,‘আমি বিশ্বাস করি এই দলের আরেকটি ট্রফি জেতা জরুরি। কারণ আমরা যখন জিতেছিলাম, সেই দলের অর্ধেকই চলে গেছে। এখানে এখনো আমি, ভার্জিল (ফন ডাইক), ট্রেন্ট (আরনল্ড), আলি (আলিসন), জো (গোমেজ) এবং রোব্বো (রবার্টসন) আছে। ছয় বা সাতজন খেলোয়াড় এরই মধ্যে চলে গেছে। আমার মনে হয় আমরা সবাই চলে যাওয়ার আগে আরেকটি শিরোপা জেতা জরুরি।’

ক্লপের অধীনে সম্ভাব্য সব শিরোপাই জিতেছে লিভারপুল। তবে প্রিমিয়ার লিগটা অন্তত একাধিকবার জিততে চান সালাহ, ‘আমার ও আমাদের আরেকটি ট্রফি দরকার। আমরা সব জিতেছি; কিন্তু প্রিমিয়ার লিগ আমরা একবারই জিতেছি। আশা করি, আমরা সংখ্যাটা দুইয়ে নিতে পারব। ব্যাপারটা দারুণ হবে।’

শুরুতে সালাহকে ‘এক মৌসুমে তারকা’ বলে কটাক্ষ করা হলেও, তার জবাব মাঠেই দিয়েছেন এই উইঙ্গার। এখন পর্যন্ত খেলা ৮ মৌসুমের প্রতিটিতে ক্লাবের হয়ে অন্তত ২০ গোল করেছেন সালাহ। নিজের অর্জন নিয়ে তিনি বলেছেন, ‘এটা সত্যিই অবিশ্বাস্য। এ নিয়ে আমি গর্বিত। আমি অনেক পরিশ্রম করেছি।’