বুধবার । জুলাই ১৬, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক আদালত ২৮ জানুয়ারী ২০২৫, ৫:৪৪ অপরাহ্ন
শেয়ার

মাদ্রাসা থেকে ফেরার পথে আয়েশাকে তুলে নিল অপহরণ


মাদ্রাসা থেকে ফেরার পথে আয়েশাকে তুলে নিল তারা

 

শরীয়তপুরে মাদ্রাসা থেকে ফেরার পথে আয়েশা নামে পাঁচ বছর বয়সী এক শিশুকে অপহরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৮ জানুয়ারি) বেলা ১১টার দিকে শরীয়তপুর জেলা শহরের পৌর বাসস্ট্যান্ড এলাকার তালুকদার বাড়ির সামনে থেকে তাকে অপহরণ করা হয়।

অপহরণের শিকার শিশু আয়েশা শরীয়তপুর শহরের পৌর বাসস্ট্যান্ড এলাকার জাকির তালুকদারের মেয়ে।

জানা গেছে, মাদ্রাসা থেকে ফেরার পথে আয়েশাকে অটোরিকশায় করে নিয়ে যায় অপহরণকারীরা। এ সময় তার সঙ্গে থাকা আরও দুই শিশুকেও তুলে নেওয়ার চেষ্টা করে। দৌড়ে পালিয়ে যাওয়ায় তাদের নিতে পারেনি।

আয়শার চাচাতো ভাই বাপ্পি তালুকদার বলেন, আমাদের বাড়ির সামনে থেকে দুজন মহিলা ও একজন পুরুষ এসে আমার চাচাতো বোন আয়েশাকে অপহরণ করে নিয়ে যায়। এ সময় আমার মেয়েসহ দুজনকে অটোতে উঠানোর জন্য চেষ্টা করে অপহরণকারীরা। আমার মেয়েসহ দুজন দৌড়ে পালিয়ে চলে আসে। খবর পেয়ে বাড়ির লোকজন চলে আসতে আসতে অপহরণকারীরা পালিয়ে গেছে।

পালং মডেল থানার ওসি মোহাম্মদ হেলাল উদ্দিন গণমাধ্যমকে বলেন, আমরা সামাজিক যোগাযোগমাধ্যম ও মোবাইল ফোনে জানতে পেরেছি অপহরণের বিষয়টি। শিশুটিকে উদ্ধার করতে পুলিশের একাধিক টিম ইতোমধ্যে কাজ শুরু করছে।