সদ্য পদায়ন পাওয়া মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ড. এহতেসাম উল হকের প্রত্যাহারের দাবিতে দেওয়া আল্টিমেটাম শেষ হয়েছে। আল্টিমেটাম শেষ হওয়ায় আজ বৃহস্পতিবার মাউশি ভবন ঘেরাও করবে শিক্ষক-কর্মচারী ঐক্যজোট।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকালে গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন সংগঠনটির চেয়ারম্যান অধ্যক্ষ সেলিম ভুঁইয়া। তিনি বলেন, ‘সকাল ১০টা থেকে শিক্ষকরা মাউশি ভবনের সামনে জড়ো হবেন। আমি সাড়ে ১০টার দিকে যাব। আওয়ামী লীগের দোসরকে ডিজির পদ থেকে সরাতে হবে। না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।’
অধ্যক্ষ সেলিম ভুঁইয়া বলেন, অধ্যাপক ড. এহতেসাম উল হক বরিশাল সিটির সাবেক মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর ঘনিষ্ঠ অনুচর হিসেবে সর্ব মহলে পরিচিত। আগামী ৫ ফেব্রুয়ারির মধ্যে আওয়ামী লীগের সুবিধাভোগী ও ছাত্র-জনতার বিক্ষোভের মুখে প্রত্যাহার হয়েছিলেন।
গত রোববার (২ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে অধ্যাপক ড. এহতেসাম উল হককে মাউশির মহাপরিচালক (চলতি দায়িত্ব) পদে পদায়ন করা হয়। বৃহস্পতিবার এতে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব মাহবুব আলম।