চার দফা দাবিতে শাহবাগ অবরোধ ম্যাটস শিক্ষার্থীদের

 

chardike-ad

চার দফা দাবিতে আজ (৯ ফেব্রুয়ারি) শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করেছেন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের (ম্যাটস) শিক্ষার্থীরা।

আজ রোববার বেলা ১১টার দিকে শাহবাগ এলাকায় সড়ক অবরোধ করেন তারা।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) শাহবাগ জোনের সহকারী কমিশনার (ট্র্যাফিক) মেহেদী শাকিল বলেন, ম্যাটস শিক্ষার্থীরা শাহবাগ-টিএসসি সড়ক অবরোধ করায় আশপাশের এলাকায় যানজট সৃষ্টি হয়েছে। চৌরাস্তা এলাকায় ধীরগতিতে গাড়ি চলাচল করছে।

ম্যাটসের শিক্ষার্থীরা সরকারি চাকরির ১০ম গ্রেডের শূন্য পদগুলো দ্রুত পূরণের পাশাপাশি সরকারি-বেসরকারি উভয় খাতে নতুন চাকরির সুযোগ সৃষ্টির দাবি জানিয়েছেন। পাশাপাশি কোর্স কারিকুলামের আধুনিকায়ন, শিক্ষাপ্রতিষ্ঠানের নাম পরিবর্তন করে মেডিকেল ইনস্টিটিউট করা এবং একটি স্বাধীন মেডিকেল এডুকেশন বোর্ড গঠনেরও দাবি জানিয়েছেন তারা।

গত কয়েক সপ্তাহ ধরে একই দাবিতে আন্দোলন করে আসছেন ম্যাটস শিক্ষার্থীরা।