
মুখে দাড়ি, চুল স্পাইক করা, মোটরসাইকেলে বসে, হাতে সিগারেট নিয়ে একেবারে ভিন্ন লুকে এবার হাজির হলেন সিয়াম আহমেদ। তার এই লুক ‘জংলি’ সিনেমার জন্য। তবে তিনি ‘জংলি’ নন, তিনি ‘জনি’!
রবিবার (৯ ফেব্রুয়ারি) একপ্রকার ঘোষণা দিয়ে ঠিক দুপুর ৩টায় এমন লুকের পোস্টারই প্রকাশ করলো জংলি টিম। আর এই পোস্টারের মাধ্যমে বহুদিন পর দেখা মিললো নতুন সিয়ামের।
এর আগে ‘জংলি’ সিনেমার পোস্টারে জংলি রূপে দেখা গিয়েছিলো সিয়ামকে। যে পোস্টারে সিয়াম ছিলেন ভয়ংকর, মুখ থেকে বের হয়ে আছে জিহ্বা, যা থেকে চুইয়ে পড়ছে রক্ত। বীভৎস সেই দৃশ্য নজর কেড়েছিল অনুরাগীদের। আরেকটা পোস্টারে সিয়ামের কাঁধে ছিল কাক। কিন্তু এবার তিনি প্রকাশিত হল তার ভিন্ন রূপ যা জংলি সিয়ামের সঙ্গে কোনো মিল নেই।
নতুন পোস্টারটি শেয়ার দিয়ে সিয়াম লিখেছেন, “আমি আছি ‘জনি’র সঙ্গে। ‘জংলি’র সাথে তো পরিচয় হলো ঠিকই। এবার জনির সাথে পরিচিত হবার পালা।’
এ থেকে অনেকের মনেই প্রশ্ন উঠেছে, তাহলে কি ‘জংলি’তে সিয়ামকে ডাবল চরিত্রে দেখা যাবে? তবে সিনেমার নির্মাতা এম রাহিমসহ কলাকুশলীরা এ ব্যাপারে মুখ খুলতে নারাজ। তারা চান, দর্শক হলে গিয়ে সিনেমাটি দেখে তবেই এই রহস্য উদঘাটন করুক।
‘জংলি’ সিনেমায় সিয়াম আহমেদের বিপরীতে আছেন শবনম বুবলী ও প্রার্থনা ফারদিন দীঘি। এছাড়াও বিভিন্ন চরিত্রে আছেন দিলারা জামান, শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু, সোহেল খান, এরফান মৃধা শিবলু প্রমুখ।
সিনেমাটি গত বছর ঈদুল আজহায় মুক্তি দেওয়ার কথা থাকলেও কিছু কাজ বাকী থাকায় মুক্তি দেওয়া হয়নি।
এ বিষয়ে এম রাহিম বললেন, ‘গত বছর ঈদে মুক্তির কথা থাকলেও কাজ শেষ করতে না পারায় মুক্তি দিতে পারিনি। কারণ, আমরা আমাদের কাজটাকে সর্বোচ্চ মানের করতে চেয়েছি। হাতে সময় পাওয়ায় সেটা করতে পেরেছি বলে আমার বিশ্বাস। পুরোপুরি উৎসবে মুক্তি দেওয়ার মতো করেই ছবিটি নির্মাণ করা হয়েছে। জংলি এমন একটি সিনেমা যে সিনেমায় অ্যাকশন, রোমান্স ও পারিবারিক গল্প সবই থাকবে। দর্শক একটি সিক্যুয়েন্সের জন্যেও পর্দা থেকে চোখ ফেরাতে পারবে না।’
উল্লেখ্য, ‘জংলি’ সিনেমাটি মুক্তি পাবে আসছে ঈদুল ফিতরে।



































