
থ্রিলার নির্মাতা হিসেবে আলাদা পরিচিতি রয়েছে নির্মাতা ভিকি জাহেদের। তবে এবার ভালোবাসা দিবসে ‘নীল সুখ’ নামে ভালোবাসার ওয়েব সিনেমা নির্মাণ করেছেন ভিকি। আর এতে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। ওটিটি প্ল্যাটফরম বিঞ্জে মুক্তি পাবে ‘নীল সুখ’।
ওয়েব সিনেমাটি নিয়ে মেহজাবীন বলেন, আমি কাজ কম করছি। তবে মনের মতো কিছু হলে অবশ্যই সেটা মন দিয়ে করি। ভিকি জাহেদ ভাইয়ার এ কাজটিও তেমন। এটা নিখাদ ভালোবাসার গল্প। তবে টুইস্ট আছে। এ ছবিতে অর্পা ও মারুফ চরিত্রে অভিনয় করেছেন মেহজাবীন ও রেহান। প্রথমবারের মতো জুটি বেঁধে আসছেন তারা।
এই সময়ে ‘প্রিয় মালতী’ সিনেমা নিয়ে আলোচনায় রয়েছেন মেহজাবীন। প্রেক্ষাগৃহের পর ছবিটি চরকিতে মুক্তি পেয়েছে। রেহানকে ভিকির ওয়েব সিনেমা ‘আরারাত’-এ দেখা গেছে। ওয়েব চলচ্চিত্রটি প্রয়াত ঔপন্যাসিক, নির্মাতা হুমায়ূন আহমেদকে উৎসর্গ করেছেন ভিকি জাহেদ। তিনি জানান, নির্মাতা হিসেবে তাকে ভীষণ প্রভাবিত করেছেন হুমায়ূন আহমেদ। হুমায়ূন আহমেদের প্রতি কৃতজ্ঞতা রয়েছে তার।
‘নীল সুখ’ সিনেমায় হুমায়ূন আহমেদের ছাপ রাখার চেষ্টা করেছেন। তিনি বলেন, আমার দীর্ঘদিনের ইচ্ছা ছিল, আমার একটি কাজ স্যারকে উৎসর্গ করবো। অবশেষে সেটা সম্ভব হলো।


































