অস্ট্রেলিয়ার চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন পেসার মিচেল স্টার্ক। ব্যক্তিগত কারণ দেখিয়ে বৈশ্বিক টুর্নামেন্ট থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন তিনি। যার ফলে এবারের আসরে তিন ফ্রন্টলাইন পেসার ছাড়া খেলবে অজি দল।
স্টার্ক নিজেকে সরিয়ে নিলেও চোটের কারণে প্যাট কামিন্স ও জশ হ্যাজলউড ছিটকে গেছেন। বিশ্ব চ্যাম্পিয়নদের এখন শন অ্যাবট, স্পেন্সার জনসন, বেন ডারশুইস ও নাথান এলিসের ওপর নির্ভর করতে হবে।
কামিন্স না থাকায় অস্ট্রেলিয়া জানিয়েছে টুর্নামেন্টে দলকে নেতৃত্ব দেবেন স্টিভেন স্মিথ। তার অধীনে এরই মধ্যে শ্রীলঙ্কাকে টেস্ট সিরিজে অজিরা ২-০ তে হারিয়েছে।
টুর্নামেন্টের আগে বেশ কিছু ধাক্কা খেয়েছে অজি দল। চোটের কারণে মিচেল মার্শ আগেই ছিটকে গেছেন। মার্কাস স্টয়নিস অবসর নিয়েছেন ওয়ানডে থেকে। যার ফলে ১৫ সদস্যের প্রাথমিক দলটিতে অনেকগুলো পরিবর্তন আনতে হয়েছে। পাওয়ার হিটার জ্যাক ফ্রেজার ম্যাকগার্ককে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। মার্শের জায়গায় তিন নম্বরে খেলতে পারেন তিনি। ওপেনিংয়ে দেখা যেতে পারে ম্যাট শর্ট ও ট্রাভিস হেডকে।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে অস্ট্রেলিয়ার প্রথম ম্যাচ ২২ ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিপক্ষে।
অস্ট্রেলিয়ার স্কোয়াড: স্টিভেন স্মিথ (অধিনায়ক), শন অ্যাবট, অ্যালেক্স ক্যারি, বেন ডারশুইস, নাথান এলিস, জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক, অ্যারন হার্ডি, ট্রাভিস হেড, জশ ইংলিস, স্পেন্সার জনসন, মার্নাস লাবুশেন, গ্লেন ম্যাক্সওয়েল, টানভীর সাংঘা, ম্যাথু শর্ট ও অ্যাডাম জাম্পা।