দুর্লভ ড্যাফোডিল ফুলের সন্ধানে

 

chardike-ad

 

দুর্লভ ব্রিটিশ ড্যাফোডিল ফুলগুলো সম্ভবত উদ্যান ও পার্কের বিভিন্ন স্থানে লুকিয়ে রয়েছে, যেগুলো খুঁজে বের করতে বিশেষজ্ঞরা আগ্রহী। তারা একটি “ওয়ান্টেড” তালিকা তৈরি করেছেন, যাতে হারানো স্থানীয় ড্যাফোডিল জাতগুলো অন্তর্ভুক্ত করা হয়েছে, যেমন সাসেক্সের বোনফায়ার নাইটের সাথে সম্পর্কিত উজ্জ্বল “বনফায়ার হলুদ” ড্যাফোডিল।

গাছপালা সংরক্ষণকারী প্রতিষ্ঠান প্ল্যান্ট হেরিটেজের গোয়েন হাইনস বলেন, “যদি এগুলো খুঁজে না পাওয়া যায় এবং যত্ন না নেয়া হয়, তবে এই দুর্লভ জাতগুলো হারিয়ে যেতে পারে।”

তিনি আরও বলেন, “বসন্তে এগুলো আমাদের সকলের জন্য যে আনন্দ নিয়ে আসে… এবং ভবিষ্যতে চিকিৎসার জন্যও এগুলো গুরুত্বপূর্ণ হতে পারে।”

ধারণা করা হয়, রোমানরা ব্রিটেনে ড্যাফোডিল ফুল নিয়ে এসেছিল। এই ফুল গ্যালানটামিনের উৎস, যা আলঝেইমার রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়।

এই ফুল গাছগুলো শতাব্দী ধরে প্রজননের মাধ্যমে বর্তমানে প্রায় ৩০ হাজার বৈচিত্র্যময় আকার, আকৃতি এবং রঙ ধারণ করেছে। অধিকাংশ ড্যাফোডিল হলুদ হলেও কিছু সাদা, কমলা এবং স্যামন-গোলাপী রঙেরও হয়ে থাকে।

চ্যারিটি প্রতিষ্ঠান আরএইচএস দুর্লভ এবং হারানো ড্যাফোডিল ফুলগুলো খুঁজে বের করতে সাহায্যের আহ্বান জানিয়েছে।

সাসেক্স বনফায়ার

সাসেক্স বনফায়ার নামটি সাসেক্সের লিউয়েস শহরের বিখ্যাত বোনফায়ার নাইটের নামানুসারে রাখা হয়েছে। এই ড্যাফোডিলটি স্থানীয় গাছ প্রজননকারী নোয়েল বারের প্রজনন করা ফুলগুলোর মধ্যে একটি। উজ্জ্বল কমলা-হলুদ রঙের ফুলটি অন্তত ২০ বছর ধরে দেখা যাচ্ছে না।

সাসেক্সের উদ্যানবিশারদ রজার পারসন্স আশা করেন, এটি কোথাও কোনো উদ্যানেই এখনও জন্মাচ্ছে।

তিনি বলেন, “সম্ভবত কেউ এটি তার উদ্যানে লাগিয়েছিল এবং এটি এখনও থাকতে পারে। তবে আমাদের চ্যালেঞ্জ হল, সেই ব্যক্তিকে খুঁজে বের করা এবং অন্যান্য হারানো ড্যাফোডিল ফুলগুলো খুঁজে বের করে ভবিষ্যতের গাছ প্রজননের জন্য সেই জিনগুলো সংরক্ষণ করা।”

দুর্লভ ড্যাফোডিল ফুলের সন্ধানে
সাসেক্স বনফায়ার ড্যাফোডিল। ছবি: প্ল্যান্ট হেরিটেজ

মিসেস আর.ও. ব্যাকহাউস ড্যাফোডিল

এই ড্যাফোডিলটি গাছ প্রজননকারী সারাহ ব্যাকহাউজের প্রজনন করা ফুলগুলোর মধ্যে একটি।

১৯২১ সালে তার মৃত্যুর পর তার স্বামী তাকে সম্মান জানিয়ে এই ফুলের নাম রেখেছিলেন। এটি একটি অনন্য ফুল, কারণ এটি ছিল প্রথম গোলাপি রঙের ড্যাফোডিলগুলোর মধ্যে একটি। এর স্যামন-গোলাপী রঙের ট্রাম্পেট এবং চারপাশে আইভরি ফুল রয়েছে।

ড্যাফোডিলটি জাতীয় সংগ্রহে রয়েছে বলে জানা গেছে, তবে এর প্রকৃত অবস্থান এখনও অজানা।

মিসেস আর.ও. ব্যাকহাউস ড্যাফোডিল। ছবি: আরএইচএস
মিসেস আর.ও. ব্যাকহাউস ড্যাফোডিল। ছবি: আরএইচএস

 

মিসেস উইলিয়াম কোপল্যান্ড ড্যাফোডিল

ভিক্টোরিয়ান ও এডওয়ার্ডিয়ান যুগের শেষের দিকে ড্যাফোডিল ফুল ছিল অত্যন্ত জনপ্রিয় এবং এটি বিভিন্ন আকার ও রূপে প্রজনন করা হয়েছিল। উইলিয়াম ফাউলার কোপল্যান্ড (১৮৭২-১৯৫৩) এই সময়ের বিশেষভাবে পরিচিত একজন ড্যাফোডিল প্রজননকারী।

তিনি এই সাদা ও দ্বিগুণ ফুলের ড্যাফোডিলটি তার স্ত্রীর নামে নামকরণ করেছিলেন।

আরএইচএস জনসাধারণকে আহ্বান জানিয়েছে, এই বসন্তে তারা কোথায় এবং কখন ড্যাফোডিল ফুল দেখতে পান তা রেকর্ড করার জন্য।

আরএইচএস-এর বিজ্ঞানী ড. ক্যালম্যান কনিয়েভেস “এই অসাধারণ গাছগুলো” অধ্যয়ন করতে ১৫ বছর সময় কাটিয়েছেন। তিনি বলেন, “কোন স্থানে কোন ড্যাফোডিল জন্মায় তা চিহ্নিত করলে, গাছগুলো কীভাবে জলবায়ুর পরিবর্তনের প্রতি প্রতিক্রিয়া জানাচ্ছে জানা যাবে।”

তিনি আরও বলেন, “এভাবে আমরা কিছু তথ্য পেতে পারব – জলবায়ু পরিবর্তনের সাথে সাথে ফুল ফোটার সময় পরিবর্তিত হচ্ছে কি না।”

দুর্লভ ড্যাফোডিল ফুলের সন্ধানে